ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোকিত নগরীর ভিশন বাস্তবায়নে কাজ শুরু হয়েছে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৬:১৬, ৭ এপ্রিল ২০১৬

আলোকিত নগরীর ভিশন বাস্তবায়নে কাজ শুরু হয়েছে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নাগরিক সুবিধা শতভাগ বাস্তবায়ন করতে হলে নগরবাসীকে হোল্ডিং ট্যাক্সও শতভাগ পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার মেয়র দফতরে এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, নগরীর ফুটপাথ, মিডআইল্যান্ড, গোলচত্বর, মোড় ও দর্শনীয় স্থানগুলোকে সৌন্দর্যবর্ধনের আওতায় আনার কর্মসূচী শুরু করা হয়েছে। আলোকিত নগরীর ভিশন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই লক্ষ্যে এলইডি, ওয়াইফাই ও আইপি ক্যামেরার আওতায় আনার জন্য দেশী-বিদেশী বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে। তবে সবকিছু সম্ভব হবে যদি নগরবাসী শতভাগ হোল্ডিং ট্যাক্স প্রদান করেন। আ জ ম নাছির আরও বলেন, সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইন করে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে। সিটি কর্পোরেশন ট্যাক্স ধার্য করে না। ধার্যকৃত ট্যাক্স আদায় করে মাত্র। মতবিনিময় সভায় এনজিও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মমতা’র রফিক আহমদ, কোডেক’র কমল সেন গুপ্ত, বিটা’র শিশির দত্ত, ইলমা’র জেসমিন সুলতানা পারু, ইপসা’র মোহাম্মদ শহিদুল ইসলাম, ঘাসফুল’র আঞ্জুমান বানু লিমা, ওডেব’র অধ্যাপক শ্যামলী মজুমদার, বনফুল’র রেজিয়া বেগম, বিবিএফ’র উৎপল বড়ুয়া, উৎস’র মোস্তফা কামাল যাত্রা, সিআরসিডি’র ইকবাল বাহার ছাবেরী, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ’র ডাঃ স্যামুয়েল প্রাণতোষ চাকমা, বিবিএফ’র সোহাইল উদ দোজা এবং আইএসডিই’র জাহাঙ্গীর আলমসহ অন্যরা। এনজিও কর্মকর্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন সমাজ উন্নয়ন কার্যক্রমসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত এনজিওসমূহ সকলের যৌথ প্রচেষ্টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের প্রতিশ্রুত ক্লিন ও গ্রীন চট্টগ্রাম গঠনে অবদান রাখতে পারবে।
×