ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাঁধ ভেঙ্গে কয়েক শ’ একর জমির ফসল পানির নিচে

প্রকাশিত: ০৪:২৪, ৭ এপ্রিল ২০১৬

বাঁধ ভেঙ্গে কয়েক শ’ একর জমির ফসল পানির নিচে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ এপ্রিল ॥ দেবপুর গ্রামের প্রায় চার শ’ মিটার বেড়িবাঁধ রামনাবাদ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গা অংশ দিয়ে প্রবলবেগে লোনা পানি প্রবেশ করে গ্রামটির প্রায় পাঁচ শ’ পরিবারের রবিশস্যের ক্ষেত ডুবে গেছে। কৃষকের চোখের সামনে তাদের রবিশস্য পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। সেখানকার কৃষকের এমন সর্বনাশে তারা দিশেহারা হয়ে পড়েছেন। বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে, কোটি কোটি টাকার রবিশস্যের ফলন পানির নিচে। লোনা পানিতে সব থৈ থৈ করছে। মুগ, ফেলন ডালজাতীয় শস্যের ফলনের পাশাপাশি বাদাম, তরমুজ, মরিচ সব শেষ হয়ে গেছে। কৃষকের বাড়িঘরের উঠোনে পর্যন্ত লোনা পানি। মাইলের পর মাইল ফসলের ক্ষেত কোমর সমান পানিতে তলিয়ে গেছে। কৃষকরা জানান, বাঁধটি প্রায় তিনদিন আগে ভেঙ্গে গেছে। অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের চাপে বুধবার ভোর থেকে লোনা পানিতে সব ডুবে গেছে। ভাঙ্গা অংশে মাছ ধরছিলেন রুস্তম আলী খান। তিনি জানান, বাঁধ ভাঙ্গায় সাম মৃধা ও শাহীন গাজী বাড়িঘর ভেঙ্গে দূরে চলে গেছে। তাদের ভিটি পড়ে আছে। শানু মৃধা, বাদল মোল্লা জানান, ডাল, বাদাম, মিষ্টি আলু এখন পানির নিচে পচে যাচ্ছে। লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত, আহত ২ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৬ এপ্রিল ॥ কমলনগরে ডাকাতের গুলিতে আবদুল ওদুদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীসহ দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে কমলনগর উপজেলার করইতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত আবদুল ওদুদ উপজেলার চরলরেন্স ইউনিয়নের মৃত চকু জমাদারের ছেলে। আহতরা হচ্ছেন নিহতের ছেলে প্রবাসী আবদুর রহমান (৩৭) ও নাতি রাসেল (১৮)। আবদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিক্যাল সূত্র জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।
×