ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সি আর সেভেনের সঙ্গে তুলনা পছন্দ না বার্সিলোনা তারকার, ছেলে নিজের মতোই তারকা হবে বলে আশাবাদ রোনাল্ডোর

ইতালি, ইংল্যান্ড ভাল লাগে মেসির

প্রকাশিত: ০৪:৫৮, ৬ এপ্রিল ২০১৬

ইতালি, ইংল্যান্ড ভাল লাগে মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার সঙ্গে নাড়ির সম্পর্ক লিওনেল মেসির। এই ক্লাবের হয়েই শুরু করেছেন পেশাদার ফুটবল, শেষও করবেন বলে জানিয়েছেন একাধিকবার। এরপরও অদূর ভবিষ্যতে মেসি নুক্যাম্প ছাড়বেন কিনা তা সময়ই বলে দেবে। তবে এক সাক্ষাতকারে এবার ইতালিয়ান ও ইংলিশ ফুটবলের প্রতি নিজের ভাল লাগার কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান ফিফা সেরা তারকা। ২৮ বছর বয়সী মেসির বার্সা ছাড়ার কোন সম্ভাবনা আপাতত নেই। তাছাড়া বার্সার হয়েই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা আগেই ব্যক্ত করেছেন। ক্যারিয়ারের শেষ দিকে স্বদেশী ক্লাবে নাম লেখানোর ইচ্ছার কথাও জানিয়েছেন। সম্প্রতি সাক্ষাতকারে মেসি বলেন, আমি বার্সিলোনায় স্থায়ীভাবে আমার ভবিষ্যত দেখছি। বার্সার হয়ে ক্যারিয়ার শেষ করতে পারাটা হবে দারুণ। যদিও ফুটবলে ভবিষ্যতে কি হবে তা কেউই জানে না। আমি ইংলিশ ও ইতালিয়ান ফুটবল পছন্দ করি। এসব চ্যাম্পিয়নশিপের একটি গ্রেট ম্যাচও মিস করি না। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচ হিসেবে পেপ গার্ডিওলার চেয়ে ফ্রাঙ্ক রাইকার্ডকেই এগিয়ে রাখছেন মেসি। বলেন, যেসব কোচের অধীনে খেলেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন রাইকার্ড। আমি সবসময়ই বলে আসছি, রাইকার্ড আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ তিনি আমাকে বিশ্বাস করতেন। তিনিই আমাকে বার্সার মূল দলে খেলার সুযোগ করে দিয়েছিলেন। আগামী শনিবার স্প্যানিশ লা লিগায় এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ সামনে রেখে মেসি বলেন, রোনাল্ডো বা কারও সঙ্গেই আমি নিজের তুলনা করি না। সংবাদ মাধ্যম সবসময় তুলনা এবং এ জাতীয় বিষয়গুলো খোঁজে। একটা দিকেই আমি খেয়াল রাখি, সেটা হলো দলকে সাহায্য করা এবং প্রতিটি মৌসুমে উন্নতির ধারায় থাকা। অবশ্য ক্ল্যাসিকো সামনে রেখে রিয়ালকে সমীহ করে মেসি বলেন, রিয়ালে কিছু দারুণ খেলোয়াড় আছে। সবসময় তাদের দলে অসাধারণ কিছু তারকা ফুটবলার থাকে এবং তারা বিশ্বের অন্যতম সেরা দল। তারা সবসময় বার্সিলোনার জন্য কঠিন প্রতিপক্ষ। দুই দলের মধ্যে অনেক প্রতিযোগিতা। আমরা সবসময় তাদের চেয়ে ভাল করার চেষ্টা করি। এদিকে রোনাল্ডোর বিশ্বাস তার ছেলে একদিন তার মতোই বড় ফুটবলার হবে। তবে ছেলেকে ফুটবলার হিসেবে পেতে চাইলেও রোনাল্ডো জুনিয়র ক্যারিয়ার হিসেবে যা বেছে নেবে তাই মেনে নেবেন ‘সিআর সেভেন’। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা আরও বলেছেন, তিনি ছেলেকে বড় ফুটবলার বানাতে চাইলেও, ৫ বছর বয়সী ছেলে এখনও নিজের ক্যারিয়ার নিয়ে বুঝতে শুরু করেনি। বাবাকে অনুকরণ করার নেশা দেখেই ছেলের মাঝে বড় ফুটবলার হয়ে উঠার সম্ভাবনা দেখছেন পর্তুগীজ তারকা। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, আমি চাই আমার ছেলে বড় হয়ে ফুটবলকে বেছে নেবে। আমি ফুটবলার, তাই তাকেও ফুটবলার হিসেবে পেতে চাই। আমার মনে হয় তার মাঝে এ্যাথলেট হওয়ার সম্ভাবনা আছে। ইতোমধ্যেই আমি তার মাঝে সে জিনিসগুলো খুঁজে পেয়েছি। এটা বেশ ইতিবাচক একটি দিক। সাবেক ফিফা সেরা তারকা আরও জানান, তার মাঝে এ্যাথলেটদের যে সম্ভাবনা, যে বৈশিষ্ট্য আমি দেখেছি তা থেকেই অনুমান করছি সে বড় হয়ে একজন ফুটবলার হবে। সে এখনও অনেক ছোট। নিজের ক্যারিয়ার সম্পর্কে এখনও বোঝার জ্ঞান হয়নি তার। কিন্তু এই বয়সেই সে ফুটবলকে প্রচ- ভালবাসে। এটা একজন ভবিষ্যত ফুটবলারের প্লাস পয়েন্ট।
×