ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোটা ভবন স্থানান্তর

প্রকাশিত: ০৬:১৩, ৫ এপ্রিল ২০১৬

গোটা ভবন স্থানান্তর

উন্নয়ন কাজের জন্য চীনের একটি পুরনো ভবন স্বস্থান থেকে ৯০ মিটার সরিয়ে আনা হচ্ছে। অতীত ঐতিহ্যকে অক্ষুণœ রেখেই যেন নতুন নির্মাণ কাজ হতে পারে সেই উদ্দেশ্যে এমন অভিনব পরিকল্পনা করা হয়েছে। চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরের একটি ভবনকে সংস্কার কাজের জন্য মূল জায়গা থেকে ৯০ মিটার (৩শ’ ফুট) পূর্বে সরিয়ে আনার পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। এই কাজের জন্য ১৫ মিটার (৫০ ফুট) উঁচু ইস্পাতের প্লাটফর্ম তৈরি করা হয়েছে। ভবনটি যেন ভেঙ্গে না পড়ে সেজন্য পুরো কাঠামোটি কাঠের তক্তা ও লোহার কেসিং তৈরি করে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এটি চীনের একটি পুরনো সরকারী ভবন। যা এক সময় দমকল বিভাগের সদর দফতর হিসেবে ব্যবহৃত হতো। অনেকটা রেলপথের মতো স্টিলের ট্র্যাক তৈরি করে ১শ’ বছরের পুরনো তিনতলা ভবন সরিয়ে আনা হচ্ছে। ভবনটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু চীনের রিপাবলিকান যুগের (১৯১২-১৯৪৯) স্মৃতিবাহী হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় সরকার ঠিক করে এটি না ভেঙ্গে সরিয়ে আনা হবে। -বিবিসি
×