ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ৩ মাস ধরে নিখোঁজ ২ সন্তানসহ গৃহবধূ

প্রকাশিত: ০৪:২০, ৫ এপ্রিল ২০১৬

আশুলিয়ায় ৩ মাস ধরে নিখোঁজ ২ সন্তানসহ গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ এপ্রিল ॥ আশুলিয়ায় প্রায় তিন মাস ধরে দু’শিশু সন্তানসহ নিখোঁজ রয়েছে এক গৃহবধূ। উদ্ধার না হওয়ায় ওই পরিবারটির মাঝে আতঙ্ক চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী সোমবার দুপুরে ইব্রাহীম আলীকে আটক করে থানায় সোপর্দ করে। নিখোঁজ তিন জন হচ্ছে- আশুলিয়া থানাধীন ডেন্ডাবর নতুনপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রানী খান (৩৫), ছেলে জুবায়ের (৪) ও মেয়ে পায়েল (৭)। আনোয়ার হোসেন জানান, ৭ জানুয়ারি রাতে তার স্ত্রী ও দু’ সন্তান ডেন্ডাবর নতুনপাড়ার জসিমের বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যাবধি তাদের সন্ধান পাওয়া যায়নি। এদিকে, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সোমবার দুপুরে স্থানীয় পল্লীবিদ্যুত এলাকার জে.আর. এন্টারপ্রাইজের কাটিং ম্যানেজার ইব্রাহিম আলীকে আটক করে থানায় সোপর্দ করে এলাকাবাসী। আমতলী ও শাহজাদপুরে দুই ছাত্রের সন্ধান মিলেনি নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) থেকে জানান, আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বায়েজিদ মোল্লার সন্ধান ৩৭ দিনেও মেলেনি। জানা গেছে, উপজেলার কুকুয়া গ্রামের দিনমজুর ইব্রাহিম মোল্লার ছেলে বায়েজিত (১৫) গত ২৭ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসে। সে আর বাড়ি ফেরেনি। সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে জানান, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের শরিফুল ইসলামের বাঘাবাড়ী সানরাইজ স্কুলের ছাত্র অনিক (১৩) তিনদিন ধরে নিখোঁজ হয়েছে। জানা যায়, অনিক ৪ এপ্রিল রাত ৮টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
×