ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনোনয়ন নিয়ে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:১৮, ৫ এপ্রিল ২০১৬

মনোনয়ন নিয়ে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ এপ্রিল ॥ ঝিনাইদহের দোগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মফিজ উদ্দিন ম-ল নামে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের তালতলা-হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ১২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ মফিজ উদ্দিন ম-লসহ ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন ঘোষণা দেয়া হয়। এ খবর পেয়ে সোমবার সকালে বর্তমান ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্লাহ ফয়েজ ও মনোনয়নপ্রাপ্ত ইছাহাক আলীর সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক হয়। সাগরপাড়ে হবে পরিকল্পিত আবাসন চট্টগ্রাম সিটি আউটার রিং রোড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সবচেয়ে বড় প্রকল্প সিটি আউটার রিং রোডের কাজ দ্রুত এগিয়ে চলেছে। শহরের যানজট হ্রাসের পাশাপাশি সৌন্দর্যবর্ধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আউটার রিং রোড। প্রকল্পটি বাস্তবায়িত হলে সাগরপাড়ে হবে পরিকল্পিত আবাসন ও পর্যটন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প উদ্বোধন করেন। তবে এর আগে অনানুষ্ঠানিকভাবে এর কাজ শুরু হয়েছিল। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, প্রত্যেকটি বড় সিটিতে আউটার রিং রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড নানামুখী গুরুত্ব বহন করবে। এটি শহরের অভ্যন্তরে যানবাহনের চাপ কমানোর পাশাপাশি নগররক্ষা বাঁধ হিসেবেও কাজ করবে। দীপ্ত টিভির বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার পুত্রের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ এনে সংবাদ পরিবেশন করায় বেসরকারী টিভি চ্যানেল ‘দীপ্ত টিভি’র মালিক ও প্রতিবেদকসহ ৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা হয়েছে। রবিবার রাতে সিএমপির চকবাজার থানায় মামলাটি দায়ের করেন মন্ত্রীর পারিবারিক মালিকানার প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের ভূমি ব্যবস্থাপক শেখ আহমেদ।
×