ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম প্রিমিয়ার ভার্সিটি খুলে দেয়া হচ্ছে আজ

প্রকাশিত: ০৫:৫৯, ৪ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম প্রিমিয়ার ভার্সিটি খুলে  দেয়া হচ্ছে  আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের মারামারিতে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার জের ধরে শিক্ষার্থীদের বেপরোয়া ভাংচুরে প্রতিষ্ঠানের ৩টি ক্যাম্পাসে আনুমানিক এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গঠিত কমিটি এ ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে নগরীর ওয়াসার মোড় বিবিএ ক্যাম্পাসে ভাংচুরে প্রায় ৮০ লাখ টাকা এবং প্রবর্তক মোড় ক্যাম্পাসে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এদিকে সোহেল নিহতের তিন দিন পার হলেও এখন পর্যন্ত প্রকৃত খুনীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে তিন শিক্ষার্থীর সশস্ত্র অংশগ্রহণ শনাক্ত করা গেলেও তাদের গ্রেফতারে পুলিশ নীরব ভূমিকায় রয়েছে। তবে সোহেলের সহপাঠী ও নগর ছাত্রলীগ নেতাকর্মীরা প্রকৃত খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। রবিবারও তারা নগরীর বিভিন্ন মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। অপরদিকে এ পরিস্থিতির মধ্যে ক্যাম্পাস খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করার ঘোষণা দেন। আজ সোমবার বিবিএ অনুষদ ছাড়া বাকি সকল অনুষদে ক্লাস শুরু হচ্ছে। তবে পরীক্ষা গ্রহণ করার বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজিব চৌধুরী রবিবার জানান, এমবিএর এক শিক্ষার্থী নিহতের ঘটনায় পাঁচ দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পর আজ থেকে আবার ক্লাস শুরু হচ্ছে। তবে বিবিএ অনুষদে ব্যাপক ভাংচুর হওয়ায় ওই অনুষদের ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তদন্ত শেষে পুলিশের অনুমতির পর ওই অনুষদে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা, জানতে চাইলে রাজিব চৌধুরী জানান, পরীক্ষা শুরু করার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সোমবার বৈঠকের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। প্রসঙ্গত, গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২৩তম ব্যাচের ফ্রেশার্স সংবর্ধনাকে কেন্দ্র করে কয়েকজন ছাত্রের ছুরিকাঘাতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র নাসিম আহমেদ সোহেল নিহত হন। ওই ঘটনায় তার সহপাঠীরা শহরজুড়ে বিক্ষোভ শুরু করেন। নগরীর ওয়াসার মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে ॥ এদিকে চট্টগ্রাম ১৪ দলের পক্ষ থেকে রবিবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের নিজেদের মধ্যে কোন্দলে নিহত ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যাকা-ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
×