ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৫, ৪ এপ্রিল ২০১৬

রূপগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা, হিরনাল, কালনি, নোয়াগাঁও, টেকদাসেরদিয়া, বড় আমদিয়া মৌজার জমি জবরদখল করে বালু ভরাটের অভিযোগে স্থানীয় কৃষকরা পূর্বাচল মেরিন সিটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। রবিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন কৃষকরা। মানববন্ধন শেষে ভুক্তভোগী জমির মালিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করেন। বক্তব্য রাখেনÑ জমির মালিক মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মোল্লা, আবু তালেব মোল্লা, কফিল উদ্দিন মোল্লা, তাইজুদ্দিন রাজ, তমিজ উদ্দিন রাজ, আলী আজগর মোল্লা, রুহুল আমিন মোল্লাসহ আরও অনেকে। বক্তারা বলেন, গত পাঁচ বছর আগে দাউদপুর ইউনিয়নের জিন্দা, হিরনাল, কালনি, নোয়াগাঁও, টেকদাসেরদিয়া, বড় আমদিয়া মৌজা এলাকায় পূর্বাচল মেরিন সিটি আবাসন প্রকল্প গড়ে তোলেন প্রভাবশালী কুদরত ই খুদা মাহাবুব।
×