ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেতাবগঞ্জ চিনিকলের ১২ হাজার লিটার ডিজেল চুরি

প্রকাশিত: ০৪:৪৫, ২ এপ্রিল ২০১৬

সেতাবগঞ্জ চিনিকলের  ১২ হাজার লিটার  ডিজেল চুরি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সেতাবগঞ্জ চিনিকলের মজুদ ডিপো থেকে ১২ হাজার লিটার ডিজেলসহ প্রচুর পরিমাণ মবিল ও গ্রিজ চুরি হয়েছে। এ ঘটনায় চিনিকলের স্টোর কিপারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সেতাবগঞ্জ চিনিকলের এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, স্টোর অফিসার ধীরেন চন্দ্র রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তরা হলেন স্টোর কিপার আসাদুজ্জামান, পোর্টার মানিক চন্দ্র ধর ও মধুসূদন রায়। তেল চুরির অভিযোগের কথা স্বীকার করে সেচিক ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুর রশিদ বলেন, তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। ঘটনা তদন্তের জন্য সেচিকের ডিজিএম (ফার্ম) আল ইমরানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপোতে মজুদ তেলের মধ্যে ১২ হাজার লিটার ডিজেল ও কয়েক ড্রাম মবিল ও গ্রিজ কম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে নির্দিষ্ট করে বলা যাবে, কী পরিমাণ তেল চুরি হয়েছে।
×