ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাধা দূর করেই উন্নয়ন কাজ চালিয়ে নিতে হবে ॥ অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩১, ১৭ মার্চ ২০১৬

বাধা দূর করেই উন্নয়ন কাজ চালিয়ে নিতে হবে ॥ অর্থ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেছেন, দেশের উন্নয়ন ঠেকাতে অনেক বাধাই আসে, তবে সেই বাধা দূর করেই আমাদের উন্নয়ন কাজ চালিয়ে নিতে হবে। তিনি বলেন, আমরা জনগনের কাছে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি, সেই সব প্রতিশ্রুতি আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিস (বিস) আয়োজিত ‘ন্যাচারাল রিসোর্স, ন্যাশনাল ইনকাম এ্যান্ড প্লানিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন নির্বাচনে অংশ নিয়েছি, তখন জনগনের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছি। আমরা তাদের প্রতিশ্রুতি রাখবো জনগন এটা বিশ্বাস করে আমাদের ক্ষমতায় পাঠিয়েছে। তিনি বলেন, আমরা দারিদ্র বিমোন করবো, রেলপথ-রাস্তাঘাট তৈরি করবো, ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিবো এসব প্রতিশ্রুতি আমরা জনগনকে দিয়েছি। আমাদের প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে। তিনি বলেন, অনেক উন্নয়ন কাজের শুরুতেই নানা আলোচনা হয়, সমালোচনা হয়, নানা ধরনের বাধা আসে। আলোচনা সমালোচনা নিয়েই আমাদের চলতে হবে। সব কিছুর পরেও জনগনকে দেয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারছি কি-না, সেটাও দেখতে হবে। কারণ আমরা শুধু সরকারই নই, আমরা এদেশের নাগরিকও। মার্চ মাসকে স্বাধীনতার মাস হিসেবে স্বরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা মার্চ মাস। আমাদের যত নব জাগরণ, যত নব চিন্তা, এই সব কিছুর মলেই কিন্তু আমাদের স্বাধীনতা। আমরা দীর্ঘ পরাধীনতার পথ পাড়ি দিয়ে এসেছি। এটা অস্বীকার করার কোন উপায় নেই। দেশকে ফসলি জমি হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, প্রথম বারের মতো আমরা আমাদের খামারের মালিক হয়েছি। এখন আমাদের ফসল ফলাবার সময়। নানা ধরনের বাধা আসবে, সেগুলোকে মোকাবেলা করেই আমাদের চলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সরকারে যারা আছি, তাদের প্রতি অনেক দায়িত্বও আছে। জনগনের খাদ্যেরে জোগান দিতে হবে, দেশের মানুষকে সুখী করতে হবে। দেশের মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। বিসের মহাপরিচালক মেজর জেনারেল (অব) একেএম আব্দুর রহামান সেমিনারে সভাপতিত্ব করেন। বিসের সিনিয়র রিসার্স ফেলো ড. মাহফুজ কবির সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিস বিভাগের শিক্ষক প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, ভূগোল বিভাগের শিক্ষক প্রফেসর ড. বদরুল ইমাম এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।
×