ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে এ্যাটলেটিকো মাদ্রিদ

ইতিহাস গড়ে শেষ আটে ম্যানসিটি

প্রকাশিত: ০৪:২৭, ১৭ মার্চ ২০১৬

ইতিহাস গড়ে শেষ আটে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম লেগে ৩-১ গোলে জিতে ইতিহাস গড়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অবশ্য জ্বলে উঠতে পারেনি ইংলিশ ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলোর ফিরতি লেগে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের সঙ্গে গোলশূন্য ড্র করে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। আর তাতেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। সেরা আটের টিকেট পেয়েছে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদও। অনেকটা ভাগ্যের কৃপায় হল্যান্ডের ক্লাব পিএসভি আইন্দহোভেনকে টাইব্রেকারে হারিয়ে পরবর্তী পর্বে পৌঁছেছে দিয়াগো সিমিওনের দল। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের মতো দ্বিতীয় লেগের ম্যাচও গোলশূন্য ড্র হয়। পেনাল্টি শূটআউটে এ্যাটলেটিকো জয় পায় ৮-৭ গোলে। ইংলিশ প্রিমিয়ার লীগ জেতার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। এফএ কাপ শেষ হয়ে গেছে চেলসির কাছে পঞ্চম পর্বে হেরে। লীগ কাপের শিরোপাটাই কি এই মৌসুমে ম্যানচেস্টার সিটির একমাত্র প্রাপ্তি হয়ে থাকবে, না কি চ্যাম্পিয়ন্স লীগেও বিশেষ কিছু করে ইতিহাস গড়বে পেলেগ্রিনির দল। অন্তত সে লক্ষ্যে একটি ধাপ পেরিয়েছে সিটি। গত তিন বছরে দুইবারই বাদ পড়েছে শেষ ষোলো থেকে। এবার প্রথমবারের মতো সেই গ-ি পেরিয়ে শেষ আটের টিকেট পেয়েছে দলটি। সিটির কোচ হিসেবে পেলেগ্রিনির এটাই শেষ মৌসুম। বিদায়টা রাঙিয়ে দিয়ে যাওয়ার একটা সুপ্ত ইচ্ছা আছে তার মধ্যে। যে কারণে চ্যাম্পিয়ন্স লীগটাকেই এখন প্রাধান্য দিচ্ছেন তিনি। ইতিহাদ স্টেডিয়ামে কোন দলই তেমন জোরালো আক্রমণ করতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটে বেলজিয়ামের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও ২৩ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। প্রতিপক্ষের রক্ষণের দুই মূল খেলোয়াড় না থাকার সুবিধা অবশ্য কাজে লাগাতে পারেনি কিয়েভ। প্রথমার্ধে দু’দলের কেউই তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। বিরতির পরও ম্যাচটি ছিল ম্যাড়ম্যাড়ে। ৬১ মিনিটে অবশেষে ম্যাচের প্রথম সুযোগ পায় সিটি, কিন্তু জেসুস নাভাসের শট পোস্টে লাগলে হতাশ হতে হয় স্বাগতিক দর্শকদের। ৭১ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন ইয়াইয়া তোরে। জয় না পেলেও প্রথম লেগে জয়ের সুবাদে ইতিহাস গড়ার স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ্যাটলেটিকো ও আইন্দহোভেনের মধ্যকার আরেক ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে চ্যাম্পিয়ন্স লীগে এই প্রথম নকআউট পর্বের কোন লড়াই দুই লেগেই গোলশূন্য ড্রয়ে শেষ হয়। টাইব্রেকার ভাগ্যে আইন্দহোভেনের লুসিয়ানো নারসিঙ্গের শট ওপরের পোস্টে লেগে প্রতিহত হলে এ্যাটলেটিকোর জুয়ানফ্রানের সামনে আসে দলকে কোয়ার্টার-ফাইনালের তোলার সুযোগ। আর তা কাজে লাগিয়ে এই স্প্যানিশ ডিফেন্ডার ভিসেন্টে ক্যালডেরনের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলেন। টাইব্রেকারে আইন্দহোভেনের মার্কো ফন, আন্দ্রেস গুয়ারডাডো, ডেভি প্রোপার, জেফ্রি ব্রুমা, হেক্টর মরেনো, ম্যাক্সিম লেসটিয়েনে, সান্টিয়াগো আরিয়াস গোল করেন। অন্যদিকে ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপ এ্যাটলেটিকোর পক্ষে এ্যান্টোনিও গ্রিজম্যান, গাবি, কোকে, সাউল নিগুয়েস, ফার্নান্ডো টোরেস, জোশে গিমেনেস, জোশে ফিলিপে ও জুয়ানফ্রান প্রত্যেকেই লক্ষ্যভেদ করেন।
×