ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিজামীর মৃত্যু পরোয়ানা জারি

প্রকাশিত: ০৭:৫৬, ১৬ মার্চ ২০১৬

নিজামীর মৃত্যু পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মঙ্গলবার রাতে তার মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই পরোয়ানার জারির মধ্য দিয়ে নিজামীর মৃত্যুদ- কার্যকরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এর আগে মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি এসকে সিনহাসহ চার বিচারপতি রায়ে স্বাক্ষর করার পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে সুপ্রীমকোর্ট। এরপর সন্ধ্যায় পূর্ণাঙ্গ রায়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। সুপ্রীমকোর্টের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোঃ শহীদুল আলম ঝিনুকের হাতে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পৌঁছে দেন। এরপর বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন বিচারক রাত ৯টার দিকে আসামির মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। লাল সালুতে মুড়ে এই মৃত্যু পরোয়ানা রাত সাড়ে ৯টার পর ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে পরোয়ানা যাবে গাজীপুরের কাশিমপুর কারাগারে। আল বদর প্রধান নিজামী বর্তমানে সেখানেই অবস্থান করছেন। নিয়ম অনুযায়ী রায়ের প্রত্যায়িত অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। মৃত্যু পরোয়ানা হাতে পেলে আসামিকে তা পড়ে শোনাবে কারা কর্তৃপক্ষ। ওই পরোয়ানার ভিত্তিতেই শুরু হবে সাজা কার্যকরের প্রস্তুতি।
×