ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান একরাম হত্যা মামলায় চার্জ গঠন

প্রকাশিত: ০৪:০১, ১৬ মার্চ ২০১৬

চেয়ারম্যান একরাম হত্যা মামলায় চার্জ গঠন

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৫ মার্চ ॥ ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জ গঠন করেছে আদালত। মঙ্গলবার দুপুরে ৪০ আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেয়। ফেনী কারাগার থেকে ৩৩ ও কুমিল্লা কারাগার থেকে ছয়জনসহ ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফেনী আদালতে হাজির করা হয়। এছাড়া উচ্চ আদালতের জামিনে থাকা চারজনসহ ৪৪ জন চার্জশীটভুক্ত আসামিকে আদালতে হাজির করা হয়। জেলা ও দায়রা জজ দেওয়ান সফিউল্লার আদালতে আসামিদের হাজির করা হলে আদালত চার্জ গঠন করে। মামলার পরবর্তী ধার্য তারিখ ১২ এপ্রিল। চার্জ গঠন করার আগে ২০ আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন ও জামিনের আবেদন নামঞ্জুর করে। আদালত সকল আবেদন নামঞ্জুর করে চার্জ গঠন করে। গত ২৮ আগস্ট পুলিশ ৫৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট জমা দেয়। চার্জশীটভুক্ত ৫৬ জনের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারসহ ৪০ জন কারাগারে, ১১ জন পলাতক এবং চার্জশীটভুক্ত চার আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। লক্ষ্মীপুর শিক্ষক হত্যা ॥ বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ মার্চ ॥ লক্ষ্মীপুর রামগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অহিদুর রহমান অভিকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে রামগঞ্জ পৌরসভার সামনে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টায় পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এ কর্মসূচীর আয়োজন করে। এ সময় রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্য্যালয়, পানপাড়া উচ্চ বিদ্যালয়, ফতেহপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা, মাছিমপুর উচ্চ বিদ্যালয়, চ-ীপুর উচ্চ বিদ্যালয় ও হরিচর মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও হাজার হাজার শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়।
×