ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধনবাড়ীতে গাছ তলায় শিশুদের ক্লাস

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ মার্চ ২০১৬

ধনবাড়ীতে গাছ তলায় শিশুদের ক্লাস

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ মার্চ ॥ বর্তমান ডিজিটাল যুগে প্রয়োজনীয় ভবন ও ক্লাসরুম না থাকায় শিশুদের পাঠদান হচ্ছে গাছতলায়। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বেরিপোটল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্যে জুটেছে এই বিড়ম্বনা। সরকারী স্কুলের নিয়ম রক্ষার্থে অনেকটা বাধ্য হয়ে ১৭১ শিক্ষার্থী নিয়ে চলছে শিক্ষার নামে তামাশা। জানা গেছে, এ বিদ্যালয়ের পুরনো ভবনটি বিক্রি করে ১৯৯৯ সালে মাঠের পূর্বদিকে তিন কক্ষবিশিষ্ট ভবন তৈরি করে দিলেও তা পর্যাপ্ত নয়। তিন কক্ষের মধ্যে একটিতে শিক্ষক-শিক্ষিকাদের অফিস বানানো হয়েছে। সেখানে পাঁচ শিক্ষক-শিক্ষিকা গাদাগাদি করে বসে অফিস করেন। অপর দুই কক্ষে প্রাক-প্রাথমিকসহ ছয়টি ক্লাস নেয়া শুধু তামাশা ছাড়া আর কিছু নয়। আর তাই বাধ্য হয়ে বিদ্যালয়ের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী খোলা মাঠে কষ্ট স্বীকার করে ক্লাস করতে বাধ্য হচ্ছে। গরমের সময় তীব্র তাপদাহ, বর্ষায় ঝড়-বৃষ্টি এবং শীতে হিমেল হাওয়া উপেক্ষা করে বাধ্য হয়েই খোলা মাঠে গাছতলায় ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। বিদ্যালয়ের এ করুণ অবস্থা দেখে অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। বিদ্যালয়ের দুরবস্থার বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামান বাদল জানান, ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষকরা অনেকটা বাধ্য হয়েই প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান জানান, বেরিপোটল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা খুবই জরুরী। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করেছি। আশা করি এ সমস্যার সমাধান হবে।
×