ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘তানভীর জোহা আইসিটির কেউ নন’

প্রকাশিত: ০৬:১৯, ১৫ মার্চ ২০১৬

‘তানভীর জোহা আইসিটির কেউ নন’

স্টাফ রিপোর্টার ॥ তানভীর জোহা ওরফে তানভীর হাসান জোহার সঙ্গে তথ্যপ্রযুক্তি বিভাগের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি নিজেকে দাবি করছেন আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। আবার বলছেন, সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্ট বা সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) হিসেবে কর্মরত আছেন। তার এসব পরিচয় ভুয়া হিসেবে আখ্যায়িত করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। এ ধরনের সংবাদে আইসিটি বিভাগ বিস্মিত। এ নামের কোন ব্যক্তির কর্মকা- দ্বারা কোন মহল বা প্রতিষ্ঠান প্রভাবিত বা প্ররোচিত বা প্রতারিত হলে তার দায়দায়িত্ব আইসিটি বিভাগ বহন করবে না। সোমবার আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা (প্রশিক্ষণরত) মোঃ আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেড়ারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের ‘বাংলাদেশ ব্যাংক’ এ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় ১০১ মিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে মর্মে প্রচারমাধ্যমে (প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া) সংবাদ প্রচার হচ্ছে। এ ঘটনা পরবর্তী পরিস্থিতিতে প্রকাশিত ও প্রচারিত কিছু সংবাদ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) গোচরীভূত হয়েছে। বিষয়টি নিয়ে তানভীর জোহা ওরফে তানভীর হাসান জোহা নামক এক ব্যক্তিকে আইসিটি বিভাগের কর্মকর্তা বলে অভিহিত করা হচ্ছে। সরকারের আইসিটি বিভাগ এ ঘটনাকে খুবই উদ্বেগজনক হিসেবে বিবেচনা করছে। এ বিষয়ে আইসিটি বিভাগ সংশ্লিষ্ট সকলকে সঠিক ও অর্থবহ তথ্য প্রদান করা যুক্তিসঙ্গত বলে মনে করছে। তানভীর জোহা বা তানভীর হাসান জোহা নামের ব্যক্তি আইসিটি বিভাগের সঙ্গে কোনভাবেই যুক্ত নন। তানভীর ‘ইনসাট বাংলাদেশ’ নামের একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সংবাদমাধ্যম তার বরাত দিয়ে যেসব সংবাদ পরিবেশন করছে, তার দায়িত্ব তাকেই বহন করতে হবে বলে তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে তানভীর জোহা ওরফে তানভীর হাসান জোহার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার নামে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করছি। এখানে আমি ছায়া কমিটির সদস্য হিসেবে কাজ করে যাচ্ছি। এ ঘটনায় র‌্যাবও আমার কাছ থেকে সহযোগিতা নিচ্ছে। রবিবার র‌্যাবের এডিজি জিয়াউল হাসান স্যার আমাকে এ কাজে সহযোগিতার অনুরোধ করেছেন। আমি এভাবেই অর্থপাচার বিষয় নিয়ে কাজ করছি। ছায়া কমিটি কীÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থা যে কমিটি করেছে সেই কমিটির সদস্য আমি। কোন গোয়েন্দা সংস্থা তা বলতে তিনি রাজি হননি। তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, অর্থপাচার বা হ্যাকিংয়ের ঘটনা অনুসন্ধানে আইসিটি বিভাগ কর্তৃক কোন তদন্ত কমিটি গঠিত হয়নি। এমনকি কোন প্রতিষ্ঠানের সঙ্গেও যৌথভাবেও আইসিটি বিভাগ অনুসন্ধান কার্যক্রমে জড়িত নয়। তানভীর জোহা বা তানভীর হাসান জোহা নামের কোন ব্যক্তিকে এ বিভাগ থেকে নিয়োগ করা হয়নি।
×