ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টি২০ মহিলা বিশ্বকাপ, ভারতের মুখোমুখি বাংলাদেশ

জাহানারাদের মিশন শুরু আজ

প্রকাশিত: ০৬:১৫, ১৫ মার্চ ২০১৬

জাহানারাদের মিশন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপ খেলছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ঘরের মাঠে আয়োজিত ২০১৪ টি২০ বিশ্বকাপে প্রথমবার খেলে বাংলাদেশের মেয়েরা। সেবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সালমা খাতুন। এবার পেসার জাহানারা আলমের নেতৃত্বে খেলবে দল। আজই বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে তাদের। আয়োজক ভারতের সঙ্গে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ মহিলা দলের অন্য প্রতিপক্ষরা হচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ইতোমধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে দলগুলো। বাংলাদেশ দলও দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম প্রস্তুতি ম্যাচটায় অবশ্য তেমন সুবিধা করতে পারেনি জাহানারার দল। শ্রীলঙ্কার মেয়েদের কাছে হেরে গেছে ৫ উইকেটে। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ড মহিলা দলকে ৮ উইকেটে বিধ্বস্ত করে নিজেদের ফিরে পেয়েছে। এ দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারতের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে ওঠারও সুযোগ হয়েছে ভালভাবে। এবার মহিলা টি২০ বিশ্বকাপের পঞ্চম আসর। সবেমাত্র গত আসর থেকে নিজেদের খেলার সুযোগ করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ওই বিশ্বকাপেই নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছিল। শ্রীলঙ্কার মেয়েদের ৩ রানে হারিয়ে দিয়েছিল। এবার প্রস্তুতি ম্যাচে সেই লঙ্কানদের কাছেই হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। আর ভারতীয় মেয়েরা শক্তিমত্তায় অনেকখানি এগিয়ে। তাছাড়া নিজেদের ঘরের মাঠে তাদের সঙ্গে মোকাবেলাটা সহজ হবে না বাংলাদেশের জন্য। গত আসরেও ভারতের সঙ্গে একই গ্রুপে ছিল বাংলাদেশের মেয়েরা। ভারতের সঙ্গে সেই ম্যাচে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল সালমার দল। এবার নতুন নেতৃত্ব। দুই বছরে কতটা এগিয়েছে দল সেটারও একটি পরীক্ষা হয়ে যাবে আজকেই। ভারতীয় মেয়েদের সঙ্গে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ অভিষেকও হবে জাহানারা আলমের। তাই তার জন্যও চ্যালেঞ্জ দলকে ভাল কিছু উপহার দেয়ার। ভারতীয় দল গত আসরে সেমিফাইনাল খেলেছিল। এখন পর্যন্ত টি২০ বিশ্বকাপে সেটিই তাদের সেরা সাফল্য। জয়-পরাজয়ের হিসেবেও তেমন খারাপ নয় তাদের বিশ্বকাপ পারফর্মেন্স। এখন পর্যন্ত টি২০ বিশ্বকাপে ১৭ ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে ৮ জয়ের বিপরীতে আছে ৯ পরাজয়। এখন পর্যন্ত ভারতের সঙ্গে কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত ২৬ টি২০ খেলেছে। এর মধ্যে ২১ ম্যাচেই হার দেখেছে। জিততে পেরেছে ৫ ম্যাচ। সবকিছু মিলিয়ে আজ ভারতের সঙ্গে কঠিন চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য।
×