ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার আসল লড়াই

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ মার্চ ২০১৬

এবার আসল লড়াই

মোঃ মামুন রশীদ ॥ টি২০ বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডের খেলা শেষ। প্রাথমিক রাউন্ড থেকে ইতোমধ্যেই দুই কোয়ালিফায়ারকে পেয়ে গেছে আসরটি। এবার ১০ দল নিয়ে মর্যাদার সুপার টেন পর্ব যেটাকে বলা হচ্ছে ষষ্ঠ টি২০ বিশ্বকাপের মূল পর্ব। আইসিসি র‌্যাঙ্কিং অনুসারে শীর্ষ আটটি টেস্ট খেলুড়ে দেশ সরাসরিই খেলার সুযোগ পাচ্ছে সুপার টেনে। আর র‌্যাঙ্কিংয়ে আটের পরের যেকোন অবস্থানে থাকা টেস্ট খেলুড়ে দুটি দেশকে খেলতে হয়েছে প্রাথমিক রাউন্ড। সেটা শেষ হয়ে গেছে রবিবারই। আর মঙ্গলবার মাঠে গড়াচ্ছে আকর্ষণীয় সুপার টেন। প্রথম দিনেই স্বাগতিক ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। নাগপুরের বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত ৮ মার্চ থেকেই বিশ্বকাপ শুরু হয়ে গেছে। তবে বিশ্বকাপ নামের যে উন্মাদনা, উত্তাপ সেটা তেমন আঁচ করা যায়নি। কারণ প্রাথমিক রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলেছে ক্রিকেট বিশ্বের দুর্বলতর ৮ দল। এর মধ্যে দুই টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ ও জিম্বাবুইয়েকেও খেলতে হয়েছে প্রাথমিক রাউন্ড। সঙ্গে ছিল আইসিসির ৬ সহযোগী সদস্য দেশ হল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং ও ওমান। ‘বি’ গ্রুপ থেকে জিম্বাবুইয়ে উঠতে ব্যর্থ হয়েছে সুপার টেন পর্বে। তাদের হারিয়ে মর্যাদার মূল পর্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। গত আসর থেকেই টি২০ বিশ্বকাপের এ পদ্ধতি চালু হয়েছে। গত আসরেও মূল পর্বে খেলতে ব্যর্থ হয়েছিল জিম্বাবুইয়ে। মূল পর্বে উঠেছিল হল্যান্ড। টানা দুইবার প্রাথমিক রাউন্ড থেকেই বিদায় নিল দলটি। এবার অবশ্য ডাচরা ব্যর্থ হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে সুপার টেনে উঠতে আগেভাগেই ব্যর্থ হয়েছে হল্যান্ড ও আয়ারল্যান্ড। প্রাথমিক রাউন্ডের ‘এ’ গ্রুপের খেলাগুলো হয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। আর ‘বি’ গ্রুপে খেলা হয়েছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। প্রাথমিক রাউন্ডে প্রাকৃতিক বৈরিতাও বেশ খেলেছে। পরিত্যক্তও হয়েছে কয়েকটি ম্যাচ। প্রাথমিক রাউন্ড শেষে এবার মূল পর্বের আকর্ষণ। মূল পর্বের খেলা মাঠে গড়াবে মঙ্গলবার। ইতোমধ্যেই সব দল প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে। এখন মূল লড়াইয়ে নামবে দলগুলো। গত আসরের রানার্সআপ ভারত প্রথমদিনেই মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ গত বছর হওয়া ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ নিউজিল্যান্ড। এবারই প্রথম টি২০ বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারতীয় দল। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন তাদের। তারপর বাকি চার আসরের মধ্যে শুধু গতবারই পুনরায় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। আর সব আসরেই ভিন্ন ভিন্ন চ্যাম্পিয়ন পেয়েছে টি২০ বিশ্বকাপ। এবারও কি নতুন চ্যাম্পিয়ন দেখবে বিশ্ব ক্রিকেট? ২০০৯ সালে পাকিস্তান, ২০১০ সালে ইংল্যান্ড, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৪ সালে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা জেতা বাকি আছে এখনও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো বড় তিন দল এবং উঠতি ক্রিকেট পরাশক্তি বাংলাদেশ। এবার অবশ্য সুপার টেনের ‘গ্রুপ-২’ বেশ কঠিন হয়েছে। কারণ এই গ্রুপে আছে স্বাগতিক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তিরা। তাই জমজমাট একটি লড়াই হবে এই গ্রুপে। ‘গ্রুপ-১’ এ আছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তারা সঙ্গী হিসেবে পেয়েছে আফগানিস্তানকে। ইতোমধ্যেই যারা টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুইয়েকে হারিয়ে উঠে এসেছে। সে কারণে আফগানদের মনে করা হচ্ছে জায়ান্ট কিলার হিসেবে। টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্সও তারা। এ কারণে ‘গ্রুপ-১’ এর ম্যাচগুলোতেও হবে হাড্ডাহাড্ডি লড়াই। আফগানরা প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে ১৭ মার্চ। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ম্যাচটি।
×