ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এশিয়ান উইমেন ভার্সিটি ঢাকা ট্রাংক রোডে যুক্ত করতে লুপ রোড হচ্ছে

প্রকাশিত: ০৪:৪১, ১৪ মার্চ ২০১৬

এশিয়ান উইমেন ভার্সিটি  ঢাকা ট্রাংক রোডে  যুক্ত করতে  লুপ রোড হচ্ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকা ট্যাংক রোড থেকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও আশপাশের এলাকাকে সংযুক্ত করতে বাস্তবায়িত হচ্ছে একটি লুপ রোড। প্রকল্পটি গ্রহণ করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। রবিবার সকালে প্রকল্পের কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। চউক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাজস্ব আয়ের সিংহভাগ হয়ে থাকে চট্টগ্রাম থেকে। আন্তর্জাতিক বাণিজ্যের ৮০ শতাংশেরও বেশি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সুতরাং চট্টগ্রামের উন্নয়ন হলেই উন্নতি হবে বাংলাদেশের। বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রামে উন্নয়ন ও চট্টগ্রামকে বাসযোগ্য করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, যা আজ দৃশ্যমান। ঢাকা ট্রাংক রোড থেকে বায়েজিদ বোস্তামী রোড পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ সড়কের সম্প্রসারণ ও উন্নয়নের ফলে তা সদরঘাট সড়ক, শাহআমানত ব্রিজ সড়ক, অক্সিজেন কুয়াইশ সড়ক, বায়েজিদ বোস্তামী থেকে ঢাকা ট্রাংক রোড পর্যন্ত সংযোগ সড়কের মাধ্যমে আউটার রিং রোডের একটি অংশ হিসেবে কাজ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কাপ্তাই, রাঙ্গামাটি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া থেকে আগত যানবাহনসমূহ চট্টগ্রাম শহরে প্রবেশ ছাড়াই সহজে মহাসড়ক পৌঁছতে পারবে। তিনি প্রকল্পের সঙ্গে সংশিষ্ট সকলকে কাজের গুণগতমান সঠিক রেখে যথাসময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
×