ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধার চিকিৎসা সহায়তা দাবি

প্রকাশিত: ০৩:৫০, ১৪ মার্চ ২০১৬

মুক্তিযোদ্ধার চিকিৎসা  সহায়তা দাবি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গত ২ বছর ধরে বিছানায় শয্যাশায়ী মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার রফিজ উদ্দিন রেফাজ ধুঁকে ধুঁকে মরতে বসেছেন। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় শরীরের পিঠ, কোমর ও পায়ে ঘা হয়েছে। প্রকৃতির ডাকেও সাড়া দিতে পারছেন না। চিকিৎসার যোগান দিতে পরিবারের সদস্যরা হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় তাকে রাষ্ট্রীয় খরচে চিকিৎসার দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে এ দাবি জানানো হয়। এর আগে গত ২০১৫ সালের নবেম্বর মাসে কমান্ডার রেফাজের চিকিৎসার সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। আবেদনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও স্থানীয় কমান্ডার আবুল কাসেম মানবিক সাহায্যের সুপারিশ করেন। কিন্তু এখন পর্যন্ত কোন সাহায্য মেলেনি। মীরসরাইয়ে বৃদ্ধ চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামের মীরসরাইয়ে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবুল কাশেম (৬০) নামের এক বৃদ্ধ। রবিবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাদিনগর গ্রামের একটি বাড়িতে। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ফরিদপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সালথায় রাবিয়া বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে পুলিশ নিহতের বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। জানা যায়, রাবিয়া উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামের গোলাম হোসেনের মেয়ে ও পার্শ্ববর্তী কাঠালবাড়িয়া গ্রামের প্রবাসী রেজাউল মোল্যার স্ত্রী। রেজাউল-রাবিয়া দম্পতির দুটি সন্তান রয়েছে। কটকা ট্র্যাজেডি ॥ খুবিতে শোক দিবস পালিত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বেদনাবিধুর পরিবেশে নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে কটকা ট্র্যাজেডি স্মরণে শোক দিবস পালিত হয়েছে। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় শিক্ষা সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ ছাত্রছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন। এর পর থেকে প্রতি বছর এ দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শোক দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচরীরা রবিবার সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ করে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে শোক র‌্যালি বের করেন। র‌্যালিটি কটকা স্মৃতি স্তম্ভে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন হল ও ডিসিপ্লিনের পক্ষ থেকে কটকা স্মৃতিস্তম্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দিনাজপুরে ৬১ বাড়ি ভস্মীভূত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ খানসামা উপজেলায় অগ্নিকা-ে ৬১টি বাড়িসহ এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। উপজেলার ভেড়ভেড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হক সিরাজী জানান, শনিবার মধ্যরাতে ভেড়ভেড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ললনী রায়ের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পর্যায়ক্রমে সরকারপাড়ার সব বাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে। খানসামা উপজেলা সংলগ্ন নীলফামারী ও সৈয়দপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।
×