ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ করলেই হামলা

বেপরোয়া মাদক চক্র

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ মার্চ ২০১৬

বেপরোয়া মাদক চক্র

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে মাদক জোন হিসেবে পরিচিত কোর্ট অঞ্চলের গুড়িপাড়ায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে মাদক বিক্রেতারা। দিনে-রাতে প্রকাশ্যে চলছে মাদকের কেনাবেচা। পাইকারি মাদকের মোকাম না হলেও খুচরা ও ভ্রাম্যমাণ মাদক বিক্রেতারা এখন অনেকটায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রকাশ্যে মাদকের কেনাবেচা ও সেবন প্রতিরোধ করা যাচ্ছে না। প্রতিবাদ করতে গেলেই হামলার শিকার হতে হচ্ছে স্থানীয়দের। সর্বশেষ শুক্রবার রাতে নগরীর হড়গ্রাম এলাকায় মাদক বিক্রেতাদের হামলার শিকার হয়েছেন ওয়ার্কার্স পার্টি স্থানীয় নেতা আব্দুল মতিন। এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নগরীর হড়গ্রাম এলাকার মাদক ব্যবসায়ী টিটুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় টিটুর স্ত্রী ফরিদাকে ফেনসিডিলসহ আটক করে নিয়ে যাওয়া হয়। অভিযানে ওয়ার্কার্স পার্টির নেতার হাত রয়েছে সন্দেহ করে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল তার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি ভাংচুর চালায় এবং মতিনকে বেদম মারপিট করে। বাড়ির লোকজন তাদের প্রতিহত করলে তারা সেখান থেকে চলে যায়। ঘটনার পর রাজপাড়া থানা পুলিশ এলাকা পরিদর্শন করে। পুলিশ জানায়, ফেনসিডিলসহ ফরিদাকে চালান দেয়া হয়েছে। ফরিদার স্বামী টিটু মাদকের মামলায় আগে থেকেই জেল হাজতে রয়েছে। এলাকাবাসী জানায়, মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য আর আধিপত্যের বিস্তার ঘিরে বিভিন্ন সময় ওই এলাকায় ঘটছে সংঘর্ষের ঘটনা। প্রতিনিয়ত এসব ঘটনা ঘটেই চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে নগর পুলিশ জানায় ওই এলাকায় নিয়মিত পুলিশের টহল অব্যাহত রয়েছে। এদিকে শুক্রবার রাতে আব্দুল মতিনের ওপর হামলার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি রাজপাড়া থানা কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করে অবিলম্বে ওই এলাকায় মাদকমুক্ত করার দাবি জানিয়েছে। পথসভায় নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন। বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী রিপন ও সাহাবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওয়ার্কার্স পার্টি নেতা আব্দুল মতিনের বাড়িতে হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাতে গিয়ে বিরোধিতার মুখে আব্দুল মতিনের বাড়িতে চড়াও হয়।
×