ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা রেল স্টেশন নির্মাণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ মার্চ ২০১৬

খুলনা রেল স্টেশন  নির্মাণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা রেল স্টেশন রি-মডেলিংয়ের জন্য লিজকৃত জমি ছেড়ে দেয়ায় নগরীর শের-ই-বাংলা বিপণি কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শের-ই-বাংলা বিপণী কেন্দ্র দোকান ঘর মালিক সমিতির পক্ষ থেকে রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, খুলনা অত্যাধুনিক রেল স্টেশন নির্মাণের জন্য জমি প্রয়োজন হওয়ায় শেরই-ই-বাংলা বিপণী কেন্দ্রের ১২৮ ব্যবসায়ীর মধ্যে বৈধ লাইসেন্সধারী ৩৭ ব্যবসায়ী স্ব উদ্যোগে রেলওয়ের জমি থেকে দোকান ঘর ভেঙ্গে নিয়ে ৫০০ ফুট জায়গা খালি করে দিয়েছে। ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত বেকার অবস্থায় দুঃখ, কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। স্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের রেলওয়ের অব্যবহৃত জমিতে পুনর্বাসন করা এবং স্টেশন বিল্ডিং হতে অপ্রয়োজনীয় স্থানে প্রায় ৭০০ ফুট দূরে অবস্থিত বাকি ৯১ লাইসেন্সি ব্যবসায়ীকে বর্তমান অবস্থায় রেখে ব্যবসা করার সুযোগ দেয়ার দাবি জানানো হয়।
×