ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বনশ্রীতে দুই সন্তান হত্যা

মাকে মনোরোগ বিশেষজ্ঞের সামনে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৮:২৫, ১৩ মার্চ ২০১৬

মাকে মনোরোগ বিশেষজ্ঞের সামনে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বনশ্রীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় রিমান্ডে থাকা মাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সামনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যাকা-ের বিষয়ে আগের মতোই বক্তব্য দিয়েছেন তিনি। মা মানসিকভাবে অসুস্থ কিনা সে বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ কোন মতামত দেননি। মনোরোগ বিশেষজ্ঞের মতামত দেয়ার বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে। শনিবার একজন খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন। তার সামনেই মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির উর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জনকণ্ঠকে জানান, জিজ্ঞাসাবাদে ওই মা আগের মতোই হত্যাকা-ের বর্ণনা দিয়েছেন। হত্যাকা-ের নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার সাবলীল বর্ণনা দিয়েছেন। যদিও তিনি যে একজন মনোরোগ বিশেষজ্ঞের সামনে বক্তব্য দিচ্ছেন, তা বুঝতে দেয়া হয়নি। অন্যান্য ডিবি কর্মকর্তার মতো চিকিৎসকও মাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি যথারীতি হত্যাকা-ের আদ্যোপান্ত বর্ণনা করেন। জিজ্ঞাসাবাদ শেষে চিকিৎসক লিখিত কোন মতামত লিখে দেননি। ওই কর্মকর্তা বলছেন, চিকিৎসকের লিখিত মতামত দেয়া না দেয়ার বিষয়টি নির্ভর করছে আদালতের ওপর। আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে পারেন। আবার নাও দিতে পারেন। যদি আসামি জবানবন্দী দেন এবং জবানবন্দীতে কি বক্তব্য দিলেন, সেই বক্তব্য কতটুকু যুক্তিপূর্ণ এবং হত্যাকা-ের সঙ্গে সাঞ্জস্যপূর্ণ তার ওপর নির্ভর করবে অনেক কিছুই। কারণ জবানবন্দী বিচারক পড়ে যদি মনে করেন, আসামি সুস্থ এবং স্বাভাবিক থেকেই জবানবন্দী দিয়েছেন, সেক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন নেই। আর আদালত যদি মনে করেন, আসামি মানসিকভাবে অসুস্থ এবং তাকে মনোরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার। সেক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ বা মামলাটির তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামি সম্পর্কে মনোরোগ বিশেষজ্ঞের লিখিত বক্তব্য দাখিল করবেন। এজন্য জটিলতা থাকায় ডিবির ওই কর্মকর্তা মনোরোগ বিশেষজ্ঞের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন।
×