ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তল্লাশি ॥ এক হাজার ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ০৮:১৬, ১৩ মার্চ ২০১৬

পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তল্লাশি ॥ এক হাজার ইয়াবাসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ মার্চ ॥ ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় শনিবার রাতে পুলিশের স্টিকার লাগানো একটি পাজেরো গাড়ি তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দু’মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- ধামরাইয়ের সাহাবেলীশ্বর ললিতনগর গ্রামের এসএম শওকত হোসেনের ছেলে মানিক এইচ. রাজু (৩৬) ও পাশর্^বর্তী নওগাঁ গ্রামের আব্দুল হানিফের ছেলে মতিয়ার রহমান (৩২)। এদের মধ্যে আটককৃত মানিক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের ভাই। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আটটার দিকে ধামরাইয়ের বাথুলি এলাকার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে পুলিশের স্টিকার লাগানো একটি পাজেরো গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-১১-৬৫০১) আটক করা হয়। এ সময় রফিকুল ইসলাম নামে এক মাদক বিক্রেতা পালিয়ে গেলেও মানিক ও মতিয়ারকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ‘এডি’ (সহকারী পরিচালক) পরিচয়ে ছুটির দরখাস্ত, নয়ারহাট বাস-ট্রাক মালিক সমিতির সহ-সম্পাদকের আইডি কার্ড উদ্ধার এবং পুলিশ লেখা পাজেরো গাড়িটি জব্দ করা হয়। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, আটককৃত মানিক ইতোপূর্বে কয়েকবার গ্রেফতার হলেও বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। শনিবার গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
×