ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

আইরিশদের হারাল জাহানারারা

প্রকাশিত: ০৬:০৭, ১৩ মার্চ ২০১৬

আইরিশদের হারাল জাহানারারা

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। শনিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮ উইকেটে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলকে বিধ্বস্ত করে জাহানারা ইসলামের দল। এটিই ছিল বাংলাদেশের মেয়েদের শেষ প্রস্তুতি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার মেয়েদের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। একই ভেন্যুতে চূড়ান্ত পর্বে ‘বি’ গ্রুপে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হবে জাহানারার দল ১৫ মার্চ। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে আইরিশ মেয়েরা। ১৩ রানেই প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই বিপর্যয় থেকে তাদের উঠতে দেননি স্পিনার রুমানা আহমেদ। মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রানের মামুলি সংগ্রহ পায় তারা। অধিনায়ক ইসোবেল জয়েস ১৬ ও কিম গ্রাথ ১১ এবং লরা ডিলানি ১৭ রান করেন। জবাবে শারমিন আখতার ও আয়েশা রহমান শুকতারার উদ্বোধনী জুটিই জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশকে। দলের ২৭ রানে আয়েশা (১১) ফিরে যান, ৪৬ রানে সানজিদাও (১০) আউট হন। তবে কোনটাই বড় ধাক্কা হয়ে আসেনি। ১২.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে ৭৯ রান তুলে জয় পায় বাংলাদেশের মেয়েরা। ৩৭ বলে ৫টি চারসহ ৩৬ রান করে অপরাজিত ছিলেন শারমিন। ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন জাহানারা। মহিলা কলেজ রাগবি শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) সার্বিক ব্যবস্থাপনায় এবং সুইস বেকারির পৃষ্ঠপোষকতায় ‘সুইস বেকারি মহিলা কলেজ রাগবি প্রতিযোগিতা’ রবিবার থেকে ঢাকার মোহাম্মদপুরের সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হচ্ছে। প্রতিযোগিতা শেষ হবে ১৫ মার্চ। এই প্রতিযোগিতায় ৩টি গ্রুপে মোট ৯ কলেজ রাগবি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ঃ ‘ক’ গ্রুপে ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ; ‘খ’ গ্রুপে সেন্ট্রাল উইমেন্স কলেজ, হলিক্রস কলেজ, নারায়ণগঞ্জ কলেজ এবং ‘গ’ গ্রুপে কবি নজরুল সরকারী কলেজ, ঢাকা কমার্স কলেজ ও ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ। রবিবার সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল উইমেন্স ও নারায়ণগঞ্জ কলেজ। পরীক্ষার কারণে আরও ছয়টি মহিলা কলেজ অংশ নিতে পারেনি। প্রতিযোগিতার বাজেট দুই লাখ টাকা। সুইস বেকারি দিচ্ছে দেড় লাখ টাকা। বাকিটা দেবে ফেডারেশন। প্রতিযোগিতার শীর্ষ তিন দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কেও পুরস্কার দেয়া হবে। এছাড়া অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হবে জার্সি, বল, অনুশীলনের খরচ ও যাতায়াত ভাড়া। তিন গ্রুপের সেরা তিন দলকে নিয়ে অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লীগ। এখান থেকেই নির্ধারিত হবে টুর্নামেন্টের সেরা দল। এই নিয়মের ফলে ফাইনাল খেলা বলে কিছু থাকবে না। এ উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুইস বেকারির চেয়ারম্যান উলফাত কাদের, রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। জাতীয় জিমন্যাস্টিক্স স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ‘জাতীয় সিনিয়র জিমন্যাস্টিক্সের তৃতীয় দিনে পুরুষ বিভাগে ৬টি ও মহিলা বিভাগে ৪টিসহ মোট ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে দলগত চ্যাম্পিয়ন হয় বিজেএমসি এবং রানার্সআপ হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি। মহিলা বিভাগে দলগত চ্যাম্পিয়ন হয় বিকেএসপি এবং রানার্সআপ হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি। পুরুষ বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন শহিদুল ইসলাম সাজু (বাংলাদেশ আনসার) এবং রানারআপ হন একই দলের সাদ্দাম হোসেন। মহিলা বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন নুর আক্তার বানু (বিকেএসপি)।
×