ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় তারেক মাসুদ উৎসব শুরু

তরুণ নির্মাতাদের চলচ্চিত্র, স্মারক বক্তৃতায় হলিউডের প্রাচ্যদর্শন

প্রকাশিত: ০৫:৪৮, ১৩ মার্চ ২০১৬

তরুণ নির্মাতাদের চলচ্চিত্র, স্মারক বক্তৃতায় হলিউডের প্রাচ্যদর্শন

মোরসালিন মিজান ॥ কয়েক বছর হয়ে গেল তারেক মাসুদ নেই। বড় অবেলায় চলে গিয়েছিলেন। অথচ মনে হয়, আছে। এখনও আছে বলে মনে হয়। হ্যাঁ, আছেই তো। নিজের সৃষ্টির মাঝে বেঁচে আছেন মেধাবী এই নির্মাতা। চলচ্চিত্রের জোরালো ভাষায় ধর্মীয় মৌলবাদের স্বরূপ তুলে ধরেছিলেন তিনি। বাঙালীর মুক্তি সংগ্রামের প্রামাণ্য হয়ে ওঠেছিল তাঁর চলচ্চিত্র। তবে স্বপ্নবাজ পরিচালক শুধু নিজের নির্মাণ নিয়ে ব্যস্ত থাকেননি, তরুণদের ভাল চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করেছেন। সঙ্গে রেখে হাতে কলমে শিখিয়েছেন। প্রয়াত জীবনসঙ্গীর স্বপ্নকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন স্ত্রী ক্যাথরিন মাসুদ। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের ব্যানারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে প্রতিবছর আয়োজন করা হয় তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার। এবারও দেশের বিভিন্ন প্রান্তের নবীন নির্মাতারা প্রতিযোগিতায় অংশ নেন। সেইসব ছবি দেখা যাবে তারেক মাসুদ উৎসবে। দুদিনব্যাপী উৎসব শনিবার থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে। আয়োজনের প্রথম দিন ছিল তারেক মাসুদ স্মারক বক্তৃতা। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত বক্তৃতার বিষয় ছিল ‘হলিউডের প্রাচ্যদর্শন’। বিষয়ের ওপর মূল বক্তৃতা উপস্থাপন করেন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বীরেন দাশ শর্মা। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ক্যাথরিন মাসুদ। বীরেন দাশ শর্মা তাঁর বক্তৃতায় হলিউড কীভাবে প্রাচ্যকে দেখে, সে কথা ব্যাখ্যা করে বলার চেষ্টা করেন। নাতিদীর্ঘ আলোচনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। এদিন কোন চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা ছিল না। দ্বিতীয় দিনে আজ রবিবার তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ী ১০ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্তের ১৬ থেকে ২৫ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নেন। সেখান থেকে নির্বাচন করা হয় এই ১০টি চলচ্চিত্র। উৎসব প্রসঙ্গে ক্যাথরিন মাসুদ বলেন, তারেক মাসুদ তরুণদের নিয়ে থাকতে ভালবাসতেন। তাঁদের নিয়ে কাজ করতেন। তাঁর চলচ্চিত্র ভাবনাজুড়ে ছিল তরুণরা। তিনি বিশ্বাস করতেন, আজ যারা তরুণ নির্মাতা তারাই বাংলা চলচ্চিত্রের হাল ধরবে। একই চিন্তা থেকে আমরা নবীনদের উৎসাহিত করছি। তারেক মাসুদ উৎসব আয়োজন এ কারণেই।
×