ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুলিশের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৮, ১২ মার্চ ২০১৬

পুলিশের নির্যাতনের  প্রতিবাদে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাত, লালমনিরহাট, ১১ মার্চ ॥ মোগলহাট সীমান্তের কর্ণপুর গ্রামে আওয়ামী লীগের নেত্রীর ২য় শ্রেণীর শিশুপুত্রকে কথিত মাদক মামলায় ধরে নিয়ে যায় পুলিশ। এদিকে মুক্তিযোদ্ধার এক সন্তানকে অকথ্য নির্যাতন করেছে পুলিশ কর্মকর্তা। পুলিশের বেপরোয়া আচরণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনৈতিক কাজে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শুক্রবার মানববন্ধন করেছে। জানা যায়, ৫ মার্চ রাতে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াছমিনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় সাবিনা বাসায় ছিলেন না। পাশেই তিনি তার মায়ের বাড়িতে ছিলেন। বাসায় দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত শিশু পুত্র ঘুমিয়ে ছিল। পুলিশ শিশুটিকে ধরে নিয়ে যায়। পরে দেন দরবার করে শিশু টিকে ছাড়িয়ে নিয়ে আসে। শিশুটি কয়েক ঘণ্টা থানায় থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ভয়ে ঘর হতে বের হয় না। এদিকে ৮ মার্চ সন্ধ্যায় শহরের শহীদ শাহাজাহান কলোনির বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে আরিফুলের সঙ্গে একই এলাকার আব্দুল খালেক এর তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে পুলিশের এসআই মনিরুজ্জামান মুক্তিযোদ্ধার ছেলে আরিফকে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করে।
×