ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাজীপুরে চক্ষু ক্যাম্প উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৪, ১২ মার্চ ২০১৬

কাজীপুরে চক্ষু ক্যাম্প উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কাজীপুরের দুর্গম চরের বয়োবৃদ্ধ নারী-পুরুষসহ কমপক্ষে ৬ হাজার রোগী সকাল ৭টা থেকে কাথা, কম্বল, বিছানা নিয়ে উপস্থিত হয়েছিলেন উপজেলা হাসপাতাল ক্যাম্পাসে। তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও রোগীদের চিকিৎসা সেবা দেখভাল করার জন্য উপস্থিত হন। তিনি ২ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করে বললেন- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি গভীর অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছেছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্ভব সব কিছুই করছেন। স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী লায়লা নাসিম বলেছেন- যে সব বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল পেতে প্রায় তিন মাস সময় লাগে, সেই সব চিকিৎসক কাজীপুরের এসে বিনামূল্যে মানুষের সেবা দিয়ে সরকারের স্বাস্থ্য সেবাকে আরও এক ধাপ ওপরে পৌঁছে দিয়েছেন। এজন্য তিনিও সকল চিকিৎসককে ধন্যবাদ জানান। ন্যাশনাল আই কেয়ার ও স্বাস্থ্য অধিদফতর আয়োজিত দুই দিনব্যাপী ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন’ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ শহিদ সাদেকুল ইসলাম। কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বাসু দেব গাঙ্গুলী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ শামিউল ইসলাম সাদী, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ গোলাম মোস্তফা, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাঃ এএইচ এনায়েত হোসেন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পরিবার পরিকল্পনা দফতরের উপ-পরিচালক শাহীন হাসান, কাজীপরের পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মল হক বকুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন।
×