ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপের প্রাথমিক পর্বে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ রবিবার, প্রতিপক্ষ ওমান

টেন্ডুলকর, ধোনিরা নন মাশরাফিভক্ত ধর্মশালার অমিত

প্রকাশিত: ০৫:৫০, ১২ মার্চ ২০১৬

টেন্ডুলকর, ধোনিরা নন  মাশরাফিভক্ত ধর্মশালার অমিত

স্পোর্টস রিপোর্টার, ধর্মশালা থেকে ॥ বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভক্ত অগণিত। বিদেশেও বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতেও মাশরাফির ভক্ত থাকবে, এটাও হতে পারে। কিন্তু তাই বলে এমন ভক্ত। শচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, ধোনিরা কোন ভারতীয়র ভক্ত না হয়ে সেই স্থান নেবেন মাশরাফি! তা কল্পনাই করা যায় না। সেই কল্পনার বাইরেই ঘটেছে একটি ঘটনা। টেন্ডুলকর, ধোনিরা নন মাশরাফিভক্ত ধর্মশালার অমিত। শচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, বিরেন্দর শেহবাগরা ভারতে সুপারস্টার। বা তারচেয়েও বেশি কিছু। এসব সাবেক ভারতীয় তারকারা ভক্তদের কাছে কখনও কখনও পূজনীয়ও। এখন যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা বা মহেন্দ্র সিং ধোনির নাম যপে দিন পার করে এখানকার ক্রিকেট সমর্থকরা। ভারতে এমনই। দেশী ক্রিকেটারদের নিয়েই মেতে থাকেন সবাই। প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাইলে শতকরা ৯৯ ভাগ উত্তরে থাকে ভারতীয় ক্রিকেটারদের নাম। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটার এখানকার কারও কাছে আদর্শ নয়। আর বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার তো এখানে অপরিচিতই! বাংলাদেশের খেলা দেখলেও ‘কষ্ট’ করে নাম মনে রাখেন না কেউই। কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটার টানা কয়েক মৌসুম খেলে ভারতে পরিচিত। তবে ধর্মশালায় ক্রিকেটটাই যেখানে এখনও জনপ্রিয় নয়, সেখানে স্বভাবতই বাংলাদেশী ক্রিকেটারদের জনপ্রিয়তা থাকবে না এমনই আশা করা যায়। কিন্তু এখানেই দেখা গেল উল্টো চেহারা। সাকিব, সৌম্য, সাব্বিররা এখানে রীতিমতো তারকা। আর মাশরাফি বিন মর্তুজা তো কারও কারও কাছে সুপারস্টার, আইডল। মাশরাফির তেমনই এক ভক্তের সাথে দেখা হল। নাম অমিত। পেশায় একজন সেলসম্যান। অপো মোবাইল ফোনের শোরুমে কাজ করেন। ভাগ্যক্রমে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এসেছিলেন অমিত। তার সুযোগ হয়েছিল যেখানে টসের সময় মাঠে উপস্থিত থাকার। মাশরাফিকে কাছে পেয়েই আবদার ধরে বসেন ছবি তোলার। মাশরাফিও না করেননি। আগে থেকেই বাংলাদেশ অধিনায়কের বড় ভক্ত অমিত। আর ছবি তোলায় মাশরাফি তার কাছে রীতিমতো দেবতুল্য হয়ে উঠেছেন। কথা প্রসঙ্গে দারুণ সেই অভিজ্ঞতা খুব আগ্রহ নিয়েই বললেন অমিত, ‘আপনাদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজার সাথে দেখা হয়েছিল হিমাচল স্টেডিয়ামে। যেদিন নেদারল্যান্ডসের সাথে আপনাদের দল খেললো। টস করতে গিয়ে মাশরাফিকে সামনে পাই। সুযোগটা হাতছাড়া করিনি। একটি সেলফি তুলে নিয়েছি। সেলফি তোলার কথা বলতে উনিই এগিয়ে আসেন। পরে নেদারল্যান্ডস অধিনায়কও যোগ দেয়।’ একটি ছবি তুলেই মাশরাফিকে ‘দারুণ ভাল’র সার্টিফিকেট দিয়ে দিলেন ধর্মশালার এই ক্রিকেট সমর্থক, ‘মাশরাফি খুবই ভাল মানুষ। খুবই আন্তরিক। তার মধ্যে কোন অহঙ্কার নেই। না হলে এতো বড় তারকা হয়েও সে নিজে থেকেই ছবি তুলতে এগিয়ে আসে? আমি তাকে খুবই পছন্দ করি। বলতে পারেন বড় ভক্ত। আর ছবি তোলার পর আরও বড় ভক্ত হয়ে গেছি তার। তার জন্য সব সময় প্রার্থনা করব।’ বাংলাদেশের অনেকের কাছেই মাশরাফি যেমন এখন কিংবদন্তি, অমিতের কাছেও তাই। পাহাড়ঘেরা ধর্মশালায় তাই ক্রিকেট জনপ্রিয় না হলেও অমিতের কাছে মাশরাফি রীতিমতো দূর আকাশের তারা। যে তারা ছোঁয়ার আনন্দে আত্মহারা এই ভারতীয় ‘ম্যাশভক্ত’।
×