ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বাণিজ্যমেলা শুরু আন্দোলনের নামে নাশকতাকারীরা পরাজিত ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:১১, ১২ মার্চ ২০১৬

চট্টগ্রামে বাণিজ্যমেলা শুরু আন্দোলনের  নামে নাশকতাকারীরা পরাজিত ॥ তোফায়েল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর পলোগ্রাউন্ডে শুক্রবার শুরু হয়েছে মাসব্যাপী ‘চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মেলা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ। চিটাগাং চেম্বার আয়োজিত এ মেলায় এবারও পার্টনার কান্ট্রি থাইল্যান্ড। মেলায় অংশগ্রহণ করছে দেশী-বিদেশী ৪৫০টিরও বেশি স্টল। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যারা আন্দোলনের নামে নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গণতন্ত্র ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতির ধারায় রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণহীন দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে এই সরকার। বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে দেশ অচল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছেন। তারা এদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চেয়েছিল। অর্থনীতিসহ সর্বক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশের বিদেশী মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ৩০ মিলিয়ন মার্কিন ডলার। আজ তা ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হতে যাচ্ছে। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত রফতানি প্রবৃদ্ধি ৯ শতাংশ অর্জিত হওয়ায় আমরা এবার ৩৪ বিলিয়ন রিজার্ভ আশা করছি। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামে বাণিজ্যমেলার জন্য একটি স্থায়ী ভেন্যু হওয়া দরকার। সিটি কর্পোরেশনের মেয়র যদি এমন একটি উদ্যোগ নেন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসন ও সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ সিস্টেম নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্যমেলা কমিটির চেয়ারম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নূর নেওয়াজ সেলিম। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ। উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার পরিচালনা পর্ষদের সদস্যগণ ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন ট্রেডবডির নেতৃবৃন্দ ও মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
×