ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কাউন্সিল পেছানোর সম্ভাবনা নেই ॥ সৈয়দ আশরাফ

প্রকাশিত: ০৫:০৫, ১২ মার্চ ২০১৬

আওয়ামী লীগের কাউন্সিল পেছানোর সম্ভাবনা নেই ॥ সৈয়দ আশরাফ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পেছানোর কোন সম্ভাবনা নেই। এমন কোন ইস্যুর উদ্ভব হলে প্রয়োজনে ওয়ার্কিং কমিটির সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আপাতত আগামী ২৮ মার্চ যে তারিখ নির্ধারিত রয়েছে সে তারিখেই কাউন্সিল হবে। মন্ত্রী শুক্রবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জন্য স্থান নির্বাচন করতে ব্রহ্মপুত্র পারের চরকালিবাড়ি গ্রামের চায়না মোড় ও চরঈশ্বরদিয়া গ্রামের ব্রহ্মপুত্র বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করার সময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের স্থান নির্বাচনের জন্য জনপ্রশাসন মন্ত্রী শুক্রবার দুপুরে হেলিকপ্টারে করে ময়মনসিংহ সার্কিট হাউস পৌছান। পরে দুপুরের খাবারের পর ময়মনসিংহ সদরের চরকালিবাড়ি চায়না মোড় এবং চরঈশ্বরদিয়া গ্রামের ব্রহ্মপুত্র বেড়িবাঁধ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, উন্নত অনেক দেশের মত ব্রহ্মপুত্র নদের দুই পারেই শহর গড়ে তোলা হবে। এজন্য প্রয়োজনে আরও একাধিক ব্রিজ নির্মাণ করা হবে। মন্ত্রী বলেন, ব্রহ্মপুত্র নদের কারণে শহর একপাশে সম্প্রসারিত হলেও অপর পার এখনও গ্রাম রয়ে গেছে। ময়মনসিংহ বিভাগ ও শহরের উন্নয়নসহ সম্প্রসারণে স্থানীয় জনগণের প্রত্যাশা অনুযায়ী সবকিছুই করা হবে। জনপ্রশাসন মন্ত্রীর এই পরিদর্শনের সময় মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি, ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম আমানুল্লাহ ও শরীফ হোসেন, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, কেবিনেট সচিব সফিউল আলম, ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুসহ স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
×