ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো-জিদানের শিরোপায় চোখ

প্রকাশিত: ০৬:১৩, ১১ মার্চ ২০১৬

রোনাল্ডো-জিদানের শিরোপায় চোখ

স্পোর্টস রিপোর্টার ॥ সবেধন নীলমণি চ্যাম্পিয়ন্স লীগ ছাড়া আর কোন আসরে চলতি মৌসুমে শিরোপার সম্ভাবনা নেই রিয়াল মাদ্রিদের। এ কারণে স্প্যানিশ পরশক্তিরা ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরটিকে নিয়েছে বেশ গুরুত্বের সঙ্গে। আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর রিয়াল শিবিরে ভাবনা শুরু হয়েছে শিরোপা নিয়ে। স্বয়ং সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কোচ জিনেদিন জিদান এমন আশাবাদ ব্যক্ত করেছেন। এ কারণেই হয়ত সি আর সেভেন শেষ আটের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। সাক্ষাতকারে এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, আমি খুব খুশি। ম্যাচ জয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার যে লক্ষ্যটা ঠিক করে রেখেছিলাম, সেটা আমরা অর্জন করেছি। প্রতিপক্ষ নিয়ে না ভাবলেও কোয়ার্টার ফাইনালের লড়াইটা যে সহজ হবে না, সেটা সতীর্থদের মনে করিয়ে দেন ৩১ বছর বয়সী সুপারস্টার । এ প্রসঙ্গে সি আর সেভেন বলেন, কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কে, সেটা ব্যাপার নয়। আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি হয়। চ্যাম্পিয়ন্স লীগে এখনও অনেক পথ চলার বাকি। তবে আমরা শিরোপার জন্যই খেলছি। কোচ জিনেদিন জিদানও শিরোপা নিয়ে ভাবনা শুরু করেছেন। রোমার বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ শেষে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন সবাই দেখে। আমরাও সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। জিদান আরও বলেন, রোমে ২-০ গোলে জিতে এসেছিলাম। এই ম্যাচটা বেশ সুবিধাজনক অবস্থানে থেকেই খেলতে নেমেছিলাম আমরা। কিন্তু আমাদের কৌশল ছিল আক্রমণাত্মক। প্রথম লেগের ফল মাথায় না রেখেই আমরা আক্রমণ করে গেছি। ফলটা পেয়েছি হাতে হাতে।
×