ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বয়ঃসন্ধিতে নেই সঠিক ধারণা

অপরাধে জড়াচ্ছে কিশোর-কিশোরী

প্রকাশিত: ০৪:০৩, ১১ মার্চ ২০১৬

অপরাধে জড়াচ্ছে কিশোর-কিশোরী

সুবল বিশ্বাস, মাদারীপুর ॥ অজ্ঞতা আর অসচেতনতার কারণে বয়ঃসন্ধিকালে মাদারীপুরের গ্রামাঞ্চলের অধিকাংশ শিশু-কিশোর-কিশোরী পরিমিত খাদ্য ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। তাদের অনেকেই জানে না পুষ্টিকর খাবার কী! নোংরা পরিবেশে বেড়ে ওঠায় অনেকেই অন্ধকার জগতে প্রবেশ করছে। জড়িয়ে পড়ছে মাদকসহ নানা অপরাধের সাথে। এরা সমাজ ও জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। পরিণতিতে অকালে ঢলে পড়ছে মৃত্যুর দিকে। আর অভিভাবকরা বলছেন, সারাদিনের ব্যস্ততায় সন্তানদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে ধারণা দিতে পারছেন না তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবারের অভাবে শিশু-কিশোর-কিশোরীদের মানসিক বিকাশে ব্যাঘাত ঘটে। অনুসন্ধানে জানা গেছে, বয়ঃসন্ধিকালে শিশুদের কী খেতে হবে আর কী করতে হবে সে সম্পর্কে কিছুই জানে না মাদারীপুরের গ্রাম- বিশেষ করে চরাঞ্চলের সিংহভাগ শিশু-কিশোর-কিশোরী। এমনকি এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানেও দেয়া হয় না কোন শিক্ষা। আর তারা তাদের মা-বাবার কাছ থেকেও পাচ্ছে না পর্যাপ্ত ধারণা। ফলে বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ। এতে অনেকটা অসচেতনভাবেই বেড়ে উঠছে মাদারীপুরের এসব শিশু-কিশোর-কিশোরী। তারা সমাজে নানা বৈষম্যের শিকার হয়ে প্রবেশ করছে অন্ধকার জগতে। জড়িয়ে পড়ছে মাদকসহ নানা অপরাধের সাথে। মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী টুম্পা আক্তার বলেন, ‘আমাদের পাঠ্যবইয়ে বয়ঃসন্ধি নামে একটি অধ্যায় থাকলেও শিক্ষকরা শ্রেণীকক্ষে সে বিষয়ে কোন পরামর্শ কিংবা পাঠদান করান না। ফলে বয়ঃসন্ধি কি সে সম্পর্কে আমরা সঠিক ধারণা পাচ্ছি না।’ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন মাতুব্বর বলেন, ‘আমরা এমনিতেই গ্রামে থাকি। শহরের চেয়ে গ্রামের পরিবেশ নোংরা বেশি। চারদিকে রোগ-বালাই আক্রমণের ভয় থাকে। বয়ঃসন্ধিকালে আমাদের পিতা-মাতা পুষ্টিকর খাবার দিতে পারে না। যার ফলে স্বাস্থ্য সম্পর্কে আমরা সঠিক ধারণা পাই না। বয়ঃসন্ধিকাল সম্পর্কে আমাদের কোন ধারণাই নেই।’ মস্তফাপুর বাজারের ডিম বিক্রেতা মোঃ নুর-আলম বলেন, ‘সারাদিনে দোকানের কাজের ব্যস্ততায় বয়ঃসন্ধিকালে সন্তানকে সঠিকভাবে দিকনির্দেশনা দিতে পারি না। আবার বয়ঃসন্ধিকাল সম্পর্কে আমরা অভিভাবকরাই তেমন সচেতন নই।’ মাদারীপুর সদর হাসপাতালের ডাঃ মাহমুদ হাসান বলেন, ‘বয়ঃসন্ধিকালে শিশুদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন আসে। এ সময়ে সঠিক দিকনির্দেশনা না পেলে বিপদগামী হতে পারে তারা।’
×