ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এফএ কাপের কোয়ার্টারে আর্সেনাল

প্রকাশিত: ০৬:০৩, ১০ মার্চ ২০১৬

এফএ কাপের কোয়ার্টারে আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের জনপ্রিয় টুর্নামেন্ট এফএ কাপের পঞ্চম রাউন্ডের রিপ্লে ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল। মঙ্গলবার তারা ৪-০ গোলে হালসিটিকে উড়িয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে। ঘরের মাঠে না পারলেও হালসিটির মাঠে ঠিকই জ্বলে উঠেন আর্সেনাল তারকারা। তবে এদিন ঔজ্জ্বল্য ছড়িয়েছেন অলিভার জিরাউড এবং থিও ওয়ালকট। তাদের দুজনই এদিন হালসিটির বিপক্ষে দুটি করে গোল করেন। ম্যাচের প্রথমার্ধে একটি গোল হলেও স্বাগতিক হালসিটির জালে বিরতির পর আরও তিনবার বল জড়ায় সফরকারী আর্সেনাল। প্রথমার্ধের ৪১ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন জিরাউড। হালসিটির খেলোয়াড় মেইলার নিজেদের গোলরক্ষককে ব্যাকপাস দিতে গেলে বল লুফে নেন জিরাউড। সেখান থেকেই গোল আদায় করে নিতে কষ্ট হয়নি তার। ম্যাচের ৭১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন জিরাউড। দ্বিতীয় গোলটি করতে তাকে সহায়তা করেন ওয়ালকটের। জোয়েল ক্যাম্পবেলের সহায়তা থেকে দলের তৃতীয় গোলটি করেন সেই ওয়ালকট। আর ৮০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটিও করেন এই ওয়ালকট। জানিয়ে রাখা ভাল যে এর আগে, গত ফেব্রুয়ারিতে আর্সেনাল নিজেদের মাঠ এ্যামিরেটস স্টেডিয়ামে হালসিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। লিভারপুলের বিপক্ষে টানা ৫ ম্যাচে জয় নিশ্চিত করার মাধ্যমে রেকর্ড বাইয়ে নাম লেখানোর জন্য মুখিয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ্ কোচ লুইস ভ্যান গাল। আজ ইউরোপা লীগের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই ক্লাব দুটি। ২০১৪ সালে ওল্ডট্রাফোর্ডের দায়িত্ব নেয়ার পর থেকে লিভারপুলের বিপক্ষে এরই মধ্যে টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছেন ভ্যান গাল। চলতি সপ্তাহে এ্যানফিল্ডে আরেকটি জয় প্রথমবারের মতো তাদের পৌঁছে দেবে লিভারপুলের বিপক্ষে টানা ৫ ম্যাচে জয় লাভের রেকর্ডে। আজকের মাচের আগে সংবাদ সম্মেলনে ডাচ্ কোচ জানিয়ে দিয়েছেন যে, তার অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলকে বহুবার পরাজিত করেছে। তিনি বলেন, ‘লিভারপুলের মতো দলকে যদি আবারও হারাতে পারি তাহলে সমর্থকদের উচ্ছ্বসিত প্রশংসা পাব, যা আমার ভাল লাগবে।
×