ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় বছরের শিশু অভিজিৎকে বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৫, ১০ মার্চ ২০১৬

ছয় বছরের শিশু অভিজিৎকে বাঁচাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ ছয় বছরের শিশু অভিজিৎ পালের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। গত এক বছর ধরে সে এ রোগে ভুগছে। জরুরী ভিত্তিতে বোনম্যারো প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৪৫ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। শিশুটির পিতা অখিল পাল শহরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। চিকিৎসার পেছনে ইতোমধ্যে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতি মাসেই রক্ত দিতে হচ্ছে। চিকিৎসার পেছনে সহায় সম্বল ফুরিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। গোপালগঞ্জের সপ্তপল্লী খবিরউদ্দিন কিন্ডারগার্টেনে শিশু শ্রেণীতে পড়ত অভিজিৎ। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশু অভিজিতের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৬৭৪০০১৪০৭ ও ০১৭১৪৩৫৫৭৪০। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-অখিল পাল, পূবালী ব্যাংক লিঃ, গোপালগঞ্জ শাখা, হিসাব নং- ১৯০০১০১৭৬২৩০। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×