ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় ৫ দফা দাবিতে পাটকল শ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ০৪:২২, ১০ মার্চ ২০১৬

খুলনায় ৫ দফা দাবিতে পাটকল শ্রমিকদের অবরোধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি-বেতন পরিশোধসহ পাঁচদফা দাবিতে বুধবার ২ ঘণ্টা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে এই অবরোধ কর্মসূচী পালন করা হয়। শ্রমিকরা জানায়, নগরীর খালিশপুরের নতুন রাস্তা মোড়ে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার ও খালিশপুর জুটমিলের শ্রমিকরা এবং আটরা-গিলাতলা শিল্পাঞ্চলে অবরোধ কর্মসূচীতে আলীম ও ইস্টার্ন জুট মিলের শ্রমিকরা অংশ গ্রহণ করেন। এছাড়া যশোরের রাজঘাট এলাকায় জেজেআই ও কার্পেটিং জুটমিলের শ্রমিকরা এ কর্মসূচী পালন করেন। কর্মসূচী চলাকালে এসব এলাকার সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটরা শিল্প এলাকায় অবরোধ কর্মসূচী চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্মআহ্বায়ক ও আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুল সালাম জমাদ্দার। বক্তব্য রাখেন- শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া, শ্রকি নেতা এস এম জাকির হোসেন, সৈয়দ জাকির হোসেন, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম লিটু প্রমুখ। কৃষক প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৯ মার্চ ॥ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সম্মেলন কক্ষে সদর উপজেলার ৬০ কৃষককে নিয়ে সমকালীন চাষাবাদের ওপর প্রশিক্ষণ শুরু“ হয়েছে। বুধবার রবি মৌসুমে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের বিষয়ভিত্তিক কৃষক- কৃষানি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এর আয়োজন করেছে। মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৯ মার্চ ॥ কালীগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন পলাশ ও শর্মিলী দাস মিলি,আমির হোসেন প্রমুখ।
×