ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে অপহৃত ছয় ছাত্র মতলবে উদ্ধার

প্রকাশিত: ০৪:২২, ১০ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে অপহৃত ছয় ছাত্র মতলবে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ মার্চ ॥ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর রহমানিয়া তা’লিমুল কোরআন হাফেজি ও কওমি মাদ্রাসা থেকে অপহৃত ছয়জন শিশুছাত্রকে উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক জসিম হোসাইনকে আটক করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার গৌবিন্দপুর মোবিনিয়া হাফিজিয়া মাদ্রসা মাঠ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসা হয় মঙ্গলবার রাত ১০টার দিকে। পুলিশ জানায়, গত ৬ মার্চ রবিবার গভীর রাতে মাদ্রাসার শিক্ষক জসিম হোসাইন হেফজ বিভাগের ছাত্র মো. রাসেল (১২), আব্দুল্যাহ (১০), জোবায়ের (১০), মোঃ মুরাদ (১০), রবিন (১০) ও মনির হোসেনকে (১০) কৌশলে মাদ্রাসা থেকে বের করে একটি সিএনজিচালিত অটোরিক্সাযোগে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় রহমানিয়া তা’লিমুল কোরআন হাফেজি ও কওমি মাদ্রাসার অপর শিক্ষক মনিরুল ইসলাম সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিকেলে চন্দ্রগঞ্জ থানার এসআই পুষ্পবরণ চাকমা ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার গোবিন্দপুর এলাকার একটি হেফ্জ মাদ্রাসার মাঠ থেকে ওই ৬ শিশুছাত্রকে উদ্ধার ও অভিযুক্ত শিক্ষক জসিমকে আটক করে রাতে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসে। বিকাশ কর্মীর ৪ লক্ষাধিক টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৯ মার্চ ॥ গাজীপুরে এক বিকাশ কর্মীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর নগরীর জাঝর টেম্পো স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরীর ঢাকা বাইপাস সড়কের পাশে জাঝর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান দোলা ডিজিটাল স্টুডিও এ্যান্ড ভিডিও দোকান থেকে বিকাশ কর্মী গৌতম চক্রবর্তী বিকাশের টাকা নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। দোকান থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েক ছিনতাইকারী একটি প্রাইভেটকার দিয়ে তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা গৌতম চক্রবর্তীর কাছ থেকে জোরপূর্বক টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল দাবি স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সম্মানী ভাতা বন্ধ হয়ে যাওয়া ৩২ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ড। বুধবার বেলা সাড়ে ১১টার সময় স্থানীয় শহীদ সাটুহলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম এক লিখিত বক্তেব্যে এই দাবি করেন। এছাড়াও সরকারের সম্মানী ভাতাভোগী যাচাইবাছাইয়ের নির্দেশনা অনুসারে যাচাইবাছাই করলে আরও ভুয়া মুক্তিযোদ্ধা বেরিয়ে আসবে বলে নিবিড় যাচাইবাছায়েরও দাবি করেন তিনি।
×