ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান প্রার্থীর অফিসে আগুন

প্রকাশিত: ০৪:২১, ১০ মার্চ ২০১৬

চেয়ারম্যান প্রার্থীর অফিসে আগুন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ মার্চ ॥ সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার নির্বাচনী অফিসে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরসহ অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ করা হয়েছে। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে একটি ককটেল ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনার জন্য চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনকে দায়ী করেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভোলা বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর ব্রিজের কাছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার নির্বাচনী অফিসে রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের একটি গ্রুপ হামলা চালায়। এ সময় নির্বাচনী অফিসের মাল ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়। ওই সময় বোমা ও গুলি বর্ষণ করে তারা চলে যায়। ইয়ানুর রহমান জানান, তার নির্বাচনী অফিস প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী কামাল ২৫/৩০ বহিরাগত ক্যাডার নিয়ে হামলা চালিয়ে ভাংচুরসহ অগ্নিসংযোগ করে বোমা ও গুলি বর্ষণ করে। তবে স্বতন্ত্র প্রার্থী কামাল এ অভিযোগ অস্বীকার করে বলেন,এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বাউফলে ভাংচুর নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, সূর্যমণি ইউনিয়নের নুরাইপুর বন্দরে আওয়ামী লীগ কার্যালয় হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীফ হুইপ আ স ম ফিরোজের ছবিসহ আসবাবপত্র ভাংচুর করেছে বিদ্রোহী ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ফরাজীর কর্মী-সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। একই দিন রাত সাড়ে তিনটার দিকে নওমালা মইশাদি গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আবদুর রহমানের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তাকে সপরিবারে হত্যার উদ্দেশে বিদ্রোহী ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদারের কর্মী-সমর্থকরা এ আগুন লাগায় বলে আওয়ামী লীগ নেতা দাবি করেছেন। অপরদিকে বুধবার বেলা ১১টার দিকে নওমালা গ্রামের মনু সিকদারের বাড়ির কাছে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস ও ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মী- সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে বলে জানা গেছে। বরিশালে উঠান বৈঠকে হামলা স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম কাইয়ুম খানের লাঙ্গল মার্কার তিনটি নির্বাচনী অফিস মঙ্গলবার মধ্যরাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ইউনিয়নের আলম মার্কেট, দেউলী দিঘীর পাড় ও খয়রাবাদ বাজারের লাঙ্গল মার্কার তিনটি অফিস ভাংচুর করে দুর্বৃত্তরা অফিসের চেয়ার-টেবিল, আসবাবপত্র ও মাল লুট করে নেয়। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের বিএনপি নেতা রুহুল জোমাদ্দারের বাড়িতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হারুন সিকদারের ধানের শীষ মার্কার উঠান বৈঠকে যুবলীগ নেতাকর্মীর হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা চেয়ার-টেবিল ভাংচুর করে। একইদিন রাতে আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাবন্য আক্তার তালুকদারের ঘোড়া মার্কার সমর্থক নওপাড়া গ্রামের আ’লীগ কর্মী দীপঙ্কর বাড়ৈসহ একাধিক ব্যক্তিকে নির্বাচনের আগেই সপরিবারে দেশত্যাগের হুমকি দিয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী বিপুল দাস। এসব ঘটনায় বুধবার সকালে স্ব স্ব রিটার্নিং অফিসারদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। হবিগঞ্জে আহত ৩৫ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, জমি এবং শিশুদের ঝগড়াসংক্রান্ত সৃষ্ট বিরোধের জের ধরে পৃথক ঘটনায় বুধবার হবিগঞ্জের সদরের সুরাবইয়ে দুই দল লোকের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত ৩৫ জন ও বানিয়াচংয়ের কুমড়ি গ্রামে ইদ্রিছ আলী (৫০) নামে এক বৃদ্ধের কান কেটে দিয়েছে প্রতিপক্ষ। পুলিশ জানায়, ওই দিন সকাল ১০টার দিকে সুরাবই গ্রামের দুই বাসিন্দার পক্ষাবলম্বনকারী সশস্ত্র লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন সেলিনা বেগম, সেলু, মুন্না, পলাশ, রাবেয়া ও দেলুসহ উল্লিখিত সংখ্যক লোক। ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই দিন সকাল ৯টার দিকে শিশুদের মাঝে সৃষ্ট ঝগড়া নিয়ে কুমড়ী গ্রামের জালাল মিয়া ও ইদ্রিছ মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে জালাল মিয়া পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ ইদ্রিছের একটি কান কেটে দেয়। সিলেটে আ’লীগ প্রার্থীর অফিসে গুলি স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে প্রাইভেট কারযোগে আসা কয়েক দুর্বৃত্ত স্থানীয় পীরপুরে তার নির্বাচনী কার্যালয়ে গুলিবর্ষণ শুরু করে বলে আলতাফ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনী প্রতিপক্ষই এ ঘটনা ঘটিয়েছে। গুলিবর্ষণের পর পরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তিনি ১০/১২ সমর্থক নিয়ে তার কার্যালয়ে অবস্থান করছিলেন। তবে, তিনি অক্ষত রয়েছেন। এদিকে, এ ঘটনার পর পরই চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকরা সিলেট-সুনামগঞ্জ সড়কের পীরপুরে প্রায় ২ ঘণ্টা অবরোধ সৃষ্টি করে রাখে। সুন্দরগঞ্জে নির্বাচন স্থগিত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, সীমানা নিয়ে জটিলতার কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ থেকে পাওয়া আদেশের চিঠি মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিস কার্যালয়ে এসে পৌঁছলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
×