ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেলিটকের রি-ব্র্যান্ডিং ও নতুন লোগো উন্মোচন

প্রকাশিত: ০৪:১৩, ১০ মার্চ ২০১৬

টেলিটকের রি-ব্র্যান্ডিং ও নতুন লোগো উন্মোচন

মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত মোবাইল টেলিফোন অপারেটর টেলিটকের নতুন লোগো উন্মোচনসহ রি-ব্র্যান্ডিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে। ‘স্বপ্ন হাসিমুখের’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা টেলিটকের এই রি-ব্র্যান্ডিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি। বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, জন্মলগ্ন থেকে জনগণের ব্যাপক আগ্রহ ও ভালবাসা টেলিটকের পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে। বিভিন্ন বাধা-বিপত্তি, বিশেষত বিনিয়োগ স্বল্পতার কারণে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো কিছুটা বিঘিœত হয়। আশার কথা প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় টেলিটক থ্রিজি সেবা চালুর মাধ্যমে ইন্টারনেট সেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হয়। এছাড়াও বর্তমানে চলমান প্রকল্পসমূহের অগ্রগতির সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের গুণগতমানের উন্নতি হচ্ছে। এই রি-ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে টেলিটক আগামী দিনে বিস্তৃত পরিসরে উন্নত সেবা প্রদানের অঙ্গীকার করছে। তারানা হালিম বলেন, কোম্পানি হিসেবে টেলিটককে প্রতিষ্ঠিত করতেই এই রি-ব্র্যান্ডিং এবং নতুন লোগো উন্মোচন। -বিজ্ঞপ্তি
×