ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালিঙ্গার স্থলে টি২০ অধিনায়ক ম্যাথুস

প্রকাশিত: ০৬:১০, ৯ মার্চ ২০১৬

মালিঙ্গার স্থলে টি২০ অধিনায়ক ম্যাথুস

কুমার সাঙ্গাকারা এখন নির্বাচক, লঙ্কান ক্রিকেটের খোলনলচে বদল, পুরনো কমিটি বিলুপ্ত, নতুন প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, প্যানেলে আছেন আরও দুই সাবেক তারকা কুমার সাঙ্গাকারা ও রমেশ কালুভিতারানা স্পোর্টস রিপোর্টার ॥ অনুমানটাই বস্তাবে রূপ নিল। ধারাবাহিক ব্যর্থতায় শ্রীলঙ্কান নির্বাচক কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন দেশটির ক্রীড়ামন্ত্রী দায়াসিরি জয়াসেকেরা। নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য অরবিন্দ ডি সিলভা। নির্বাচক প্যানেলে রাখা হয়েছে আরও দুই সাবেক কুমার সাঙ্গাকারা ও রমেশ কালুভিতারানাকে। বাইরের মতো মাঠের ভেতরেও এসেছে পরিবর্তন। টি২০ বিশ্বকাপের মূল লড়াইয়ের মাত্র এক সপ্তাহ আগে লাসিথ মালিঙ্গার স্থালে টি২০তেও এ্যাঞ্জেলো ম্যাথুসকে অধিনায়ক করা হয়েছে। যদিও ইনজুরির জন্য স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়েছেন তারকা পেসার মালিঙ্গা। যিনি আগে থেকেই টেস্ট এবং ওয়ানডের দায়িত্বে আছেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, ‘সম্প্রতি নিউজিল্যান্ড ও ভারত সফর এবং এশিয়া কাপ টি২০তে দল নির্বাচনে মোটেই ধারাবাহিকতা ছিল না। মন্ত্রী তাই পুরনো নির্বাচক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেছেন। যে কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন অরবিন্দ ডি সিলভা।’ ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে এসএলসির নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন ডি সিলভা, সে সময় অধিনায়ক ছিলেন সাঙ্গাকারা। ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় লঙ্কানরা। সাবেক অধিনায়ক সাঙ্গাকারা কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন, প্যানেলে তার অন্তর্ভুক্তি তাই বড় চমক হয়ে এসেছে। পাঁচ সদস্যের কমিটিতে কালুভিতারানা ছাড়া আছেন সাবেক স্পিনার রঞ্জিত মাদুরাসিংহে ও লালিথ কালুপেরমা। ’৯৬ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য কালুভিতারানা গত এক দশক বিভিন্ন পর্যায়ে কোচের ভূমিকায় ছিলেন। সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান সম্প্রতি লঙ্কান ‘এ’ দলের কোচের দায়িত্ব পালন করেন। কালুপেরমা ১৯৮২ সালে শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলেন, মাদুরে প্রতিনিধিত্ব করেন ১৯৮৮ থেকে ১৯৯২ পর্যন্ত। অন্যদিকে মালিঙ্গার প্রত্যাবর্তনটা ছিল দুর্দান্ত। চোটের জন্য দুই মাসেরও বেশি সময় বাইরে থেকে এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে ফিরেই অসাধারণ বোলিং করেন। কিন্তু সেই আনন্দ দীর্ঘ হয়নি। চোট পেয়ে পরের ম্যাচগুলোতে আর খেলতে পারেননি। ম্যাথুসের অধীনে বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় লঙ্কানরা। ক্যারিয়ারের শুরু থেকেই হাঁটু ও কাঁধের ইনজুরিতে নাস্তানাবুদ মালিঙ্গা। এভাবে দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ বাইরে বসে দলের হার দেখতে বোধ হয় হতাশা পেয়ে বসে তারকা পেসারকে। মালিঙ্গা তাই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। আমিরাত ম্যাচের পর অবশ্য অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, টি২০ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দিয়ে তারপরই ভবিষ্যত নিয়ে ভাববেন। কিন্তু তার আগেই দায়িত্ব ছাড়লেন। যদিও সদস্য হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন মালিঙ্গা। এসএলসির সহ-সভাপতি মোহন ডি সিলভা জানিয়েছেন, মালিঙ্গা সরে দাঁড়ানোয় টেস্ট-ওয়ানডের পাশাপাশি টি২০তেও ম্যাথুসের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয়েছে।
×