ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় প্রতিবন্ধীর বসতভিটা দখলের অভিযোগ

প্রকাশিত: ০৬:০২, ৯ মার্চ ২০১৬

সাতক্ষীরায় প্রতিবন্ধীর বসতভিটা দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের আদেশ অমান্য করে সাতক্ষীরায় এক প্রতিবন্ধীর বসতভিটা দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে বসতভিটায় কতিপয় বিবাদী বাড়িঘর বানিয়ে বসবাস করছেন। সুবিচারের আশায় বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাননি বলে ওই প্রতিবন্ধীর দাবি। বসতভিটা দখলমুক্ত করতে হাইকোর্ট ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। দৈনিক জনকণ্ঠের প্রধান কার্যালয়ে এসে এমন অভিযোগের কথাই জানিয়েছেন ওই প্রতিবন্ধী। প্রতিবন্ধী সাজেদ আলী সরদার সাতক্ষীরা জেলার ঘোনা ইউনিয়নের ঘোনা গ্রামের অধিবাসী। তার অভিযোগ, পৈত্রিক সম্পত্তিতে এসএ রেকর্ড ভুলভাবে প্রিন্ট হয়। তিনি ভুল সংশোধনের জন্য হাইকোর্ট বিভাগে একটি মামলা দায়ের করেন, যার সিভিল রিভিশন নং-২৮২০/২০১৫। এরই প্রেক্ষিতে যুগ্ম জেলা জজ আদালত নিষ্পত্তিকৃত আপীল মামলার (মামলা নং-৮৫/২০০০) রায় ইস্যুকৃত রুলনিশি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে দখল ও অবস্থানের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। আদালতের আদেশ অমান্য করে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে বিবাদী এছাহাক সরদারের স্ত্রী শহর বানু ও কন্যা শাহানা বানু ভিটায় থাকা ঘর, পায়খানা, রান্নাঘরসহ অন্যান্য স্থাপনা ভেঙ্গে বাড়িঘর তুলে বসবাস শুরু করেন। অদ্যাবধি তারা সেখানে বসবাস করছেন। তাদের বাড়িঘর তুলতে এবং থাকতে নানাভাবে সহযোগিতা করেছেন রফিকুল, জয়নাল, ইউনূস, মৃত দুঃখে সরদারের ছেলে জালাল সরদার ও তার স্ত্রী তহমীনা এবং এদের পুত্র সালাম, মামুন, ফটিক সরদারের ছেলে আল মামুনসহ কতিপয় ব্যক্তি। পুরো ঘটনার পেছনে স্থানীয় চেয়ারম্যানের যোগসাজশ রয়েছে বলেও তাঁর অভিযোগ। বসতভিটা দখলমুক্ত করতে হাইকোর্ট ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
×