ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৩:৫৪, ৯ মার্চ ২০১৬

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৮ মার্চ ॥ সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকার বাবুল কমিনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীরা ইসমাইল হোসেন পলাশ (৩৫) নামে ভৈরব থানা ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রলীগ নেতা আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত হাসিম মেম্বারের ছেলে। ইসমাইল হোসেন কিশোরগঞ্জ বারের শিক্ষানবিস আইনজীবী ছিলেন। তিনি ভৈরব উপজেলা ছাত্রলীগের সহসভাপতিও ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রিক্সা যোগে শ্বশুরবাড়ি চ-িবের গ্রামে যাচ্ছিলেন। তাকে বহন করা রিক্সাটি বাবুল কমিনিটি সেন্টারের সামনে পৌঁছামাত্র ৩ ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে এবং তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরে রিক্সাওয়ালা তাকে আহত অবস্থায় ফেলে চলে যায়। খবর পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ইসমাইল হোসেনের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। নেতৃবৃন্দ ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীকে ধরতে পুলিশকে আলটিমেটাম দেন। পুলিশ খুনের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে। সাদুল্লাপুরে গরু-ছাগলের খুরা রোগের প্রকোপ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ মার্চ ॥ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় গবাদিপশুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েকদিনে এ রোগে কিছু গরু-ছাগল মারাও গেছে বলে জানা গেছে। অথচ পশুসম্পদ বিভাগের তৎপরতা নেই। এ নিয়ে বিপাকে পরেছেন দরিদ্র কৃষকরা। জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া ও পালানপাড়া গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামে হঠাৎ করেই খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ধাপেরহাট ইউনিয়নের সাবেক সদস্য কফিল উদ্দিন সরকার জানান, হাসানপাড়া ও পালানপাড়া গ্রামের জবেদ আলী, সোলায়মান সরকার, মোস্তা মিয়া, আয়নাল হক, মরিয়ম বেহম, মুনছুর আলী, হাসেন আলী, ছবেদ আলী ও আনোয়ারুল ইসলামেরসহ ওই এলাকার আশপাশের গ্রামের প্রায় অর্ধশতাধিক গরু-ছাগল এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, এ পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ অফিস এ বিষয়ে কোন চিকিৎসা দেয়া দূরের কথা, খোঁজখবরও নেয়নি। সাদুল্যাপুর উপজেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বিষয়ে দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এছাড়া এই সময়টায় বিভিন্ন এলাকায় খুরা রোগের প্রকোপ দেখা দেয় বলেও জানানো হয়।
×