ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে ফের চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত: ০৩:৫৩, ৯ মার্চ ২০১৬

শেরপুরে ফের চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ মার্চ ॥ শেরপুরে ফের চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইজিবাইক ছিনতাইয়ের ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকালে শহরের মোবারকপুর মহল্লার একটি ইটের ভাটা থেকে আব্দুর রেজ্জাক (৩০) নামে এক চালকের লাশ উদ্ধার হয়েছে। তিনি স্থানীয় দমদমা কালিগঞ্জ এলাকার মৃত আলফাজ উদ্দিন ভুলুর ছেলে। একইসঙ্গে উদ্ধার হয়েছে ছিনতাই করা ইজিবাইকসহ রক্তমাখা জামাকাপড়। সন্ধান পাওয়া গেছে ছিনতাইকারী চক্রের আস্তানা। জানা যায়, সোমবার রাত ৮টার দিকে জেলা শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার ইজিবাইক চালক আব্দুর রেজ্জাককে একই এলাকার ইজিবাইক ছিনতাই চক্রের অন্যতম সদস্য বাদশা মিয়ার পুত্র মিল্টন (২৫) ও তার আত্মীয় সাগর (২৬) ভাড়ায় নিয়ে যায়। এরপর থেকেই রেজ্জাক নিখোঁজ হয়। রাতে বাসায় না ফেরায় রেজ্জাকের পরিবার তার খোঁজে বের হয়। একপর্যায়ে তারা মঙ্গলবার ভোরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশও তার সন্ধানে নেমে পড়ে। পুলিশ পরে রেজ্জাকের ব্যবহৃত ইজিবাইকটি ছিনতাই চক্রের সদস্য মিল্টনের বাসার কাছ থেকে উদ্ধার করে এবং মিল্টনের বসতঘর থেকে রক্তমাখা জামাকাপড় উদ্ধার করে। ওইসময় ইজিবাইক ছিনতাইকারী চক্রের একটি আস্তানারও সন্ধান পায় পুলিশ। ওই আস্তানায় পাওয়া যায় বিভিন্ন এলাকা থেকে চুরি/ছিনতাই করা ইজিবাইকের বিপুল যন্ত্রাংশ। এরপরই পুলিশ পার্শ্ববর্তী মোবারকপুর এলাকায় আবু আহাম্মেদের ইটভাঁটি থেকে ইট দিয়ে ঢাকা অবস্থায় রেজ্জাকের গলা কাটা লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রেজ্জাকের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা ও ছিনতাইয়ের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ওই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। ছিনতাইকারী চক্রের সদস্য মিল্টন ও সাগর ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাজাহান মিয়া জানান, ওই ঘটনায় একটি ইজিবাইক ছিনতাইকারী চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ৩১ জানুয়ারি রাতে পার্শ্ববর্তী মির্জাপুর কান্দিপাড়া এলাকায় খলিল মিয়া (৪০) নামে এক চালককে হত্যা করে তার ব্যবহৃত ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। রাজশাহীতে চোরাই ওষুধসহ যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার বিদিরপুর থেকে দুই লাখ টাকার সরকারী চোরাই ওষুধসহ টিুট (২৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে র‌্যাব রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক টিটু উপজেলার বিদিরপুর এলাকার বদরুল আলমের ছেলে। এ সময় এ্যামোক্সোসিলিন সিরাপ, প্রক্সোসিলিন ট্যাবলেট এবং ওমিপ্রাজল ট্যাবলেট জব্দ করা হয়েছে। কোন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এসব ওষুধ চোরাইপথে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু র‌্যাবকে জানায়, ওষুধের মোড়ক থেকে সরকারী ওষুধ লেখা মুছে ফেলে তা স্থানীয় বাজারে বিক্রি করা হতো।
×