ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ, বিদায় মঞ্চে ওরা পাঁচ!

প্রকাশিত: ০৬:০৬, ৮ মার্চ ২০১৬

টি২০ বিশ্বকাপ, বিদায় মঞ্চে ওরা পাঁচ!

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের টি২০ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন পাঁচ তারকা মহেন্দ্র সিং ধোনি, শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, শেন ওয়াটসন ও তিলকারতেœ দিলশান। মহেন্দ্র সিং ধোনি (ভারত) ॥ গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের আলোচিত প্রশ্ন, ধোনি অবসর নিচ্ছেন কবে? উত্তরে তিনি বারবারই বলেছেন, যখন সময় হবে জানতে পারবেন। তবে স্থানীয় ক্রিকেট বিশ্লেষকদের ধারণা ঘরের মাটিতে টি২০ বিশ্বকাপ শেষে বিদায় বলতে পারেন আধুনিক ভারতের সফলতম অধিনায়ক। যিনি গত বছর আচমকাই টেস্ট ছেড়েছেন। ধোনির নেতৃত্বে ২০০৭- প্রথম টি২০ বিশ্বকাপ জয় করে ভারত, এরপর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ। ঠা-া মাথায় অসাধারণ নেতৃত্বের জন্য যাকে ‘ক্যাপ্টেন কুল’ বলে ডাকা হয়। ৩৪ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানের অন্তত শেষ টি২০ বিশ্বকাপ হতে পারে এটিই। শহীদ আফ্রিদি (পাকিস্তান) ॥ শহীদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের সর্বশেষ স্বীকৃত তারকা। ইমরান খান-ওয়াসিম আকরাম উত্তর যুগে এত জনপ্রিয় ক্রিকেটার আর আসেনি। টেস্ট ছেড়েছেন অনেক আগে। ওয়ানডেকে বিদায় জানিয়েছেন গত বিশ্বকাপে। আগেই বলেছিলেন, টি২০ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। যদিও ‘আরও কিছুদিন খেলে যেতে পরিবার ও বন্ধুদের চাপ আছে’- সম্প্রতি এমন মন্তব্য করে ফের আলোচনায় ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। তবে বিশ্বকাপ শেষে সবকিছু আনুষ্ঠানিক জানিয়ে দেবেন বলেও স্পষ্ট করেছেন। এশিয়া কাপ টি২০ লীগ পর্ব থেকেই বিদায় নেয় আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। দলীয় ও ব্যক্তিগত ফর্মহীনতায় চাপে আছেন ‘পাকি বুম বুম’। লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ॥ ৩২- সে অর্থে লাসিথ মালিঙ্গার বয়স খুব বেশি নয়। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি ভোগাচ্ছে তুখোড় এই লঙ্কান পেসারকে। প্রায়শ ছিটকে যেতে হচ্ছে মাঠের বাইরে। এমন কি দীর্ঘ বিরতির পর এশিয়া কাপে একটি মাত্র ম্যাচ খেলে ফের ইনজুরিতে পড়েন! দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপে কয়টা ম্যাচ খেলতে পারবেন, সেটি নিশ্চিত নয়। তাই গতকালই হুট করে টি২০’র নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিজাতীয় এ্যাকশনের অধিকারী ভয়ঙ্কর এ গতি তারকা। ‘আরও দেড়-দুই বছর খেলার ইচ্ছে। কিন্তু কাঁধের ইনজুরি সব অনিশ্চিত করে দিয়েছে। হয়ত ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে!’ এশিয়া কাপ চলাকালেই বলেন মালিঙ্গা। শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) ॥ অসি অলরাউন্ডারের অবস্থানটা মিশ্র। বছরের শুরুতে হুট করে টেস্ট থেকে অবসর নেন। ওয়ানডে থেকে বাদ পড়েছেন আগেই। ইনজুরি কাটিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়া টি২০ দলে ফিরেছেন। ঘরোয়া বিগ ব্যাশ ও প্রত্যাবর্তন মিলিয়ে সময়টা একেবারে খারাপ কাটছে না। কিন্তু আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। খুব সম্ভব নির্ভার হয়ে ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টগুলোতে খেলে যাবেন। ওয়াটসনই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বিদেশী ক্রিকেটার! সব মিলিয়ে হয়ত টি২০ বিশ্বকাপেই অসি অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি ঘটতে পারে। তিলকারতেœ দিলশান (শ্রীলঙ্কা) ॥ সমসাময়িক তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ইতোমধ্যে অবসর নিয়েছেন। তিলকারতেœ দিলশানই বর্তমান শ্রীলঙ্কা দলের অভিজ্ঞতম সদস্য। বয়স ৩৯, ব্যাট হাতে ফর্মেরও নেই স্থিতিশীলতা। সব মিলিয়ে বিদায়ের ঘণ্টা বাজছে। এটিই যে দিলশানের ক্যারিয়ারের শেষ টি২০ বিশ্বকাপ, সেটি হয়ত নিশ্চিত করে বলে দেয়া যায়। টেস্ট, ওয়ানডে টি২০ মিলিয়ে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে সতেরো হাজারের ওপরে রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। দিলশানের বিশেষ ‘দিলস্কুপ’ শট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা কম হয়নি। বিদায়ের পথে আলোচনায় লঙ্কান উইলোবাজ।
×