ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৫০ ভাগ নারীকে অর্থনীতির মূল স্রোতে আনা হবে

প্রকাশিত: ০৫:৪৮, ৮ মার্চ ২০১৬

৫০ ভাগ নারীকে অর্থনীতির মূল স্রোতে আনা হবে

এম শাহজাহান ॥ সব ধরনের অর্থনৈতিক কর্মকা-ে ৫০ ভাগ নারীকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নারীর ক্ষমতায়নে তাদের অর্থনীতির মূলস্রোতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। এলক্ষ্যে নারীদের দক্ষতা উন্নয়নে ইতোমধ্যে নানামুখী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তৃণমূল নারীদের পণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত একটি সাপ্লাই চেইন বাণিজ্যিকভাবে সম্পৃক্ত করার জন্য সরকারী উদ্যোগে জয়িতা ফাউন্ডেশন করা হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে এ ফাউন্ডেশনের কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে। এছাড়া উদ্যোক্তা তৈরির জন্য নারীবান্ধব ঋণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তাদের সহজ শর্তে ঋণ প্রদানে কেন্দ্রীয় ব্যাংকে পুনর্অর্থায়ন তহবিল ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে দেশে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরির কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। জানা গেছে, লিঙ্গবৈষম্য হ্রাসে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পেছনে। অসহায়-অবহেলিত-প্রতিবন্ধী নারীদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা, নারীর প্রতি সহিংসতারোধ, আত্মকর্মসংস্থানে ক্ষুদ্রঋণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জেন্ডার সংবেদনশীল আইনী কাঠামো, উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ফলে নারীরা ধীরে ধীরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, দেশে কর্মরত নারীর সংখ্যা ২০০৬ সালের ১১ দশমিক ৩ মিলিয়ন হতে বেড়ে ২০১৩ সালে ১৬ দশমিক ৮ মিলিয়ন বা ১ কোটি ৬০ লাখ ৮০ হাজারে উন্নীত হয়েছে। বর্তমানে এ সংখ্যা আরও অনেক বেশি। ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরি হবে ॥ নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনৈতিক কর্মকা-ের মূলস্রোতে নিয়ে আসতে নতুন করে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো সহযোগিতা না করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। আবেদন করেও ঋণ না পাওয়ার বিষয়ে নারী উদ্যোক্তাদের বিস্তর অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, দেশের ব্যাংকগুলোকে ঋণ দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও প্রকৃত নারী উদ্যোক্তাদের ঋণ দেয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে তারা ঋণ দেয়ার নামে কালক্ষেপণ করছে।
×