ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৪৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

প্রকাশিত: ০৫:৪৭, ৮ মার্চ ২০১৬

রাজধানীতে ৪৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ॥ নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। এদিকে লালবাগে ৪৫ কোটি টাকা মূল্যমানের সাপের বিষসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। স্থানীয় সূত্র জানায়, নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আব্দুর করিম (৪৯) নামে এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার কয়েদি নম্বর ৯৯৩২। তার বাবার নাম মোঃ ইউসুফ। গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায়। এর আগে ১৯৯৫ সালে নারী ও শিশু দমন আইনে ৬৪/৯৬ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৩০/৫। সূত্র জানিয়েছে, নারী ও শিশু দমন মামলায় তিনি ফেনী কারাগারে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর সেখানকার সিভিল সার্জন চলতি বছরের ৬ জানুয়ারি ফেনী থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজা খাজার উপস্থিতিতে চকবাজার থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। সাপের বিষসহ তিনজনকে গ্রেফতার ॥ রাজধানীর লালবাগ থেকে ৪৫ কোটি টাকা মূল্যমানের ১২ পাউন্ড সাপের বিষ ও একটি বিদেশী পিস্তলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছেন, আবুল হোসেন (৪৬), কাজী নাসির উদ্দিন (৩৬) ও আবু মুহিত আহমেদ (২৮)। সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল আজিমপুর নিউপল্টন ইরাকী কবরস্থান মাঠের পশ্চিম পাশের একটি চারতলা ভবনের নিচতলা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব ১০ এর সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন জানান, র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ জিললুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাপের বিষ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা করে আসছিলেন। গ্যাসের পাইপ লাইনে আগুন ॥ রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগ ঢালের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় গ্যাসের পাইপলাইনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল পৌনে চারটার দিকে আগুন লাগে। বালু দিয়ে তা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের ভাষ্য, রাস্তায় ম্যানহোলের ঢাকনার নিচে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। ঢাকনা খুলে গ্যাস লাইনে আগুন লাগার বিষয়টি দেখা যায়। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ঠাকুরদাশ মালো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নেভানো যন্ত্র ব্যবহার করে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। গ্যাসের পাইপ ফুটো হয়ে আগুন লাগে। গ্যাসের পাইপ থেকে এখনও গ্যাস বের হচ্ছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
×