ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন

পাবনা ও পিরোজপুরে মাইক ভাংচুর

প্রকাশিত: ০৪:২৭, ৮ মার্চ ২০১৬

পাবনা ও পিরোজপুরে মাইক ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ মার্চ ॥ বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মানিকের প্রচারণা মাইক ভাংচুরসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার দুপুরে সিন্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, জাতসাকিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মানিক দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হন। সোমবার দুপুরে সিন্দুরিয়া গ্রামে প্রচার চলাকালে কতিপয় সন্ত্রাসী তার প্রচারভ্যানের ওপর হামলা চালিয়ে মাইক ভাংচুর করে। আহত ভ্যানচালক মাসুদ ও রবিউলকে চিকিৎসার জন্য পাবনা পাঠানো হয়েছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক বাবুকে দায়ী করেছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিজস্ব সংবাদাদাতা পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে সরকারদলীয় প্রার্থী রিয়াজুল আলম ঝনোর সমর্থকরা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের প্রচার মাইক ভাংচুর করেছে। রবিবার সন্ধ্যার পর গুলিশাখালী ধলাই হাওলাদার বাড়ির রাস্তায় প্রচার করার সময় দুলাল দিনা ও রিক্সাচালক সেলিমকে বেধড়ক মারধর করে আহত করা হয়। প্রতারণা ॥ গুপ্তধনের হাঁড়িতে ইট পাথর নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ মার্চ ॥ গুপ্তধন হিসেবে সোনার মোহর প্রদানের কথা বলে ইট পাথর ভর্তি হাঁড়ি দিয়ে দেড় লক্ষাধিক টাকা প্রতারণা করেছে আয়শা বেগম নামে এক মহিলা প্রতারক। ঘটনা ঘটে জেলা শহরের পূর্বকোমরনই কুঠিপাড়া এলাকায়। জানা গেছে, ব্রিজ রোড একোয়াস্টেটপাড়ার মৃত নজরুল ইসলামের স্ত্রী আয়শা বেগম নামের এক প্রতারক ওঝা পূর্বকোমরনই কুঠিপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী মাজেদা বেগমকে সোনার মোহর ভর্তি হাঁড়ি প্রদানের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে দেড় লক্ষাধিক টাকা গ্রহণ করে। একপর্যায়ে মাজেদা বেগমের স্বামীর সন্দেহ হলে তাড়াতাড়ি গুপ্তধন প্রদান অথবা টাকা ফেরত দেয়ার জন্য প্রতারক ওঝার ওপর চাপ সৃষ্টি করা হয়। অতঃপর সে রবিবার রাতে কাপড় দিয়ে বাঁধা ৩টি সিলভারের হাঁড়ি ও ২টি টিনের বিস্কুটের কার্টন মাজেদা বেগমের বাড়িতে দিয়ে যায় এবং সবার কাছে বিষয়টি গোপন রাখতে পরামর্শ দেয়। এরপর সে রাতে এলাকা থেকে পালিয়ে যায়। সোমবার সকালে ওই হাঁড়ি ও বিস্কুটের কার্টন খুললে তার মধ্যে ছোট বড় সিমেন্ট মিশানো ইট পাথরের টুকরো পাওয়া যায়।
×