ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ভারত যাচ্ছেন মাশরাফিরা

প্রকাশিত: ০৮:৫১, ৭ মার্চ ২০১৬

আজ ভারত যাচ্ছেন মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার রাতে এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। কিন্তু দম ফেলার সুযোগ নেই টানা ১২ দিনের ক্রিকেট যজ্ঞে ব্যস্ত থেকে। এবার আরেকটি মহাযজ্ঞে অংশ নিতে হবে। সময়ও খুব স্বল্প। মঙ্গলবারই ভারতে শুরু হবে ষষ্ঠ টি২০ বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডের খেলা। বাংলাদেশ দলের নামতে হবে বুধবার। ধর্মশালায় প্রতিপক্ষ হল্যান্ড। এ কারণে আজ সকালেই ভারতের উদ্দেশে বিমানে করে উড়াল দিচ্ছে টাইগাররা। একই সঙ্গে অবশ্য ভারতীয় দলও যাবে। এবার এশিয়া কাপে আরেকবার ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ দল। টি২০ ফরমেটে যেই বাংলাদেশ দলকে কেউ কখনও হিসেবেও ধরেনি তারাই উঠে গেছে ফাইনালে। আরব আমিরাত ছাড়াও হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দুই সাবেক টি২০ বিশ্বচ্যাম্পিয়নকে। এমনটা হয় তো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও (আইসিসি) চিন্তা করেনি। সে কারণেই টি২০ বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সময়সূচী অনুসারে বাংলাদেশ দলের শনিবার হংকংয়ের বিপক্ষে খেলার কথা। কিন্তু টাইগাররা ফাইনালে ওঠার কারণে সেটা ভেস্তে গেছে। তবে মূল লড়াইয়ের সূচী তো আর বদলাবে না। টানা ১২ দিন এশিয়া কাপ ক্রিকেটে ব্যস্ত থাকার পর আজই ভারতের উদ্দেশে যেতে হচ্ছে। কারণ বুধবারই আবার মাঠে নামতে হবে। হল্যান্ডের বিপক্ষে ধর্মশালায় টি২০ বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডের প্রথম ম্যাচ টাইগারদের। এরপর ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে ম্যাচ আছে। এ কারণে আজ সকালেই (জানা গেছে ১০টার ফ্লাইট) ভারতমুখী বিমানে চড়ে বসবেন মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল।
×