ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে তরুণীর রহস্যজনক মৃত্যু, গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৪২, ৭ মার্চ ২০১৬

রাজধানীতে তরুণীর রহস্যজনক মৃত্যু, গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ কাফরুলে ন্যাম গার্ডেনের ফটকের বাইরে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ এক রহস্যময়ী নারীকে খুঁজছে। এদিকে হাজারীবাগে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। অন্যদিকে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ সব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর কাফরুলের ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে জরিয়া বেগম (২২) নামে এক তরুণীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ এক মহিলাকে খুঁজছে। রবিবার বেলা ১১টার দিকে পুলিশ ন্যাম গার্ডেনের একটি ভবনের ফটকের বাইরে থেকে তার লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন জানান, জরিয়া বেগম তার মায়ের বদলি হিসেবে ওই ভবনের চতর্থ তলার বাসিন্দা অতিরিক্ত সচিব আহসান হাবিবের বাসায় কাজ করতে গিয়েছিলেন। রবিবার সকালে ফটকের সামনে মেয়েটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ওসি জানান, বেলা ১১টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, ওই তরুণী তার মা ফুলবানুর সঙ্গে উত্তর ইব্রাহিমপুরের একটি বাসায় থাকতেন। তিনি সকালে মায়ের বদলে কাজে যান। অতিরিক্ত সচিবের পরিবারের বরাত দিয়ে ওসি শামীম হোসেন জানান, রবিবার কাজ শেষে এক মহিলার সঙ্গে বেরিয়ে যান। যে নারীর সঙ্গে জরিয়া বেরিয়েছিলেন বলা হচ্ছে। তাকে খোঁজা হচ্ছে। ওসি শামীম বলেন, মেয়েটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার মৃত্যুর ঘটনা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকায় জরিয়ার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা ॥ রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জের ধরে তন্দ্রা সাহা (৩৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, শনিবার রাত সোয়া ১টার দিকে স্বামী সুজন সাহা তন্দ্রাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী সুজন সাহা জানান, পারিবারিক কলহের জের ধরে তন্দ্রা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে কারাদ- ॥ আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের এক সপ্তাহ থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ড দেয়া হয়। দ-প্রাপ্তরা হচ্ছেন, মাকছুদ হোসেন (৩৫), কিবরিয়া (৫৯), ইমন হোসেন (২৫), লিটন শেখ (৩৫), হেমায়েত (৩০), আবুল খায়ের (৫৫), আব্দুল মোমেন (৩০), তারেক শেখ (২৯), তারেকুল ইসলাম (৩২), মামুন হোসেন (২৩), সামছুদ্দিন (২৬), মামুনুর রহমান (৩০), শামীম হায়দার (৩৫), নুরুজ্জামান (৩৩), হানিফ আলী (২২) ও ইসমাইল হোসেন (২৬)। রবিবার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন আদালতটি পরিচালনা করেন। র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মুশফিকুল হক জানান, সম্প্রতিক একটি সংঘবদ্ধ দালালচক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রত্যাশীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা দেয়াসহ যাবতীয় কাজ, এমনকি ২০০০-৬০০০ টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ ও বিরক্ত করছিল। পাসপোর্ট প্রার্থীরা রাজি না হওয়া পর্যন্ত দালালরা প্রার্থীদের বিরক্ত করতেই থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। কখনও কখনও অনেক হয়রানির পর পাসপোর্ট প্রদান করা হয়। অনেক সময় এই চক্র পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হয়।
×