ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও দুই ব্যবসায়ীসহ নিহত ১১

প্রকাশিত: ০৪:০৫, ৭ মার্চ ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও  দুই ব্যবসায়ীসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে দুইজন, গাজীপুর ও বাগেরহাটে দুই ব্যবসায়ী, ফটিকছড়িতে যুবক, বোয়ালমারীতে আরোহী দিনাজপুরে শিক্ষকসহ দুইজন, দৌলতপুরে দুই আরোহী, খুলনায় চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। চাঁপাইনবাবগঞ্জ ॥ দু’টি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণপুরের গাফুরুদ্দিনের ছেলে সৈয়ব আলম (৬৫) ও শিবগঞ্জ উপজেলার চৈতণ্যপুর গ্রামের মফিজুল হক (৪০)। পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোলাহাটগামী যাত্রীবাহী একটি মিনিবাস শহরের শান্তিমোড় বাসস্টপেজে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে এবং গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় সেখানে বসে থাকা ৮ জন বাসের ধাক্কায় আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। অপর দিকে রবিবার দুপুর ১২টার দিকে রাণীহাটি কলেজ এলাকায় ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ভটভটি যাত্রী মফিজুল হক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গাজীপুর ॥ শ্রীপুরে রবিবার পিকআপ ভ্যানের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানায়, রবিবার সকাল ৯টার দিকে শ্রীপুরের বরমীতে বাজার শেষে বাসায় ফেরার পথে বরমী বাজারের কাঠপট্টি এলাকায় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে এক বস্তা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম সিরাজ উদ্দিন সিরু (৫৫)। বাগেরহাট ॥ সড়ক দুর্ঘটনায় সঞ্জয় কর্মকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার কেয়ার বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহত সঞ্জয় কর্মকার পিরোজপুরের কাউখালীর উপজেলার মৃত গোপাল চন্দ্র কর্মকারের ছেলে। ফটিকছড়ি ॥ উপজেলার কাজীরহাট-বিবিরহাট সড়কের ফকিরাচান এলাকায় বরিবার সকালে সড়ক দুর্ঘটনায় সেকান্দার (২২) নামে এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। জানা গেছে, উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেকান্দার মিয়া নারায়াণহাট ইউনিয়নের চাঁনপুর গ্রামের মুহাম্মদ নুরুল আলমের পুত্র। বোয়ালমারী, ফরিদপুর ॥ বোয়ালমারী সহস্রাইলে চতুল হালিম বিশ্বাসের বাড়ির সামনে রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। খুলনা ॥ ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় কারিমুল ইসলাম (১৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুকনগর মোড়ের খুলনা-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ানে দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম লালন ও সামাদ। তাদের বাড়ি উপজেলার মশাউড়া গ্রামে। দিনাজপুর ॥ সড়ক দুর্ঘটনায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও তার গৃহপরিচারিকা নিহত হয়েছেন। জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। আরোহী দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিষয়ক সহকারী শিক্ষিকা রাকতুবা বেগম (৪৮) ও গৃহপরিচারিকা রেজিয়া খাতুন (২২) ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে নিরাপদ সড়কের দাবিতে রবিবার দিনাজপুরে পৌনে ৫ ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
×