ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জীবন দিয়ে মেয়ের বাল্যবিয়ের খেসারত দিলেন বাবা

প্রকাশিত: ০৩:৪৩, ৬ মার্চ ২০১৬

জীবন দিয়ে মেয়ের বাল্যবিয়ের খেসারত দিলেন বাবা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেয়েকে বাল্যবিয়ে দিয়ে অবশেষে জীবনের বিনিময়ে তার খেসারত দিয়েছেন বাবা জামাল সরদার (৪৫)। শনিবার সকালে বিষপান করে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে (জামাল) মারা যায়। জানা গেছে, জেলার গৌরনদী বন্দরের কাঁচামাল ব্যবসায়ী চরআইরকান্দি গ্রামের জামাল সরদার তার নবম শ্রেণীতে পড়ুয়া কন্যাকে (১৪) প্রতিবেশীদের প্ররোচনায় একই গ্রামের ভাষাই চৌকিদারের পুত্র মাহেন্দ্র চালক আবু হানিফের (৩২) সঙ্গে গত দেড় মাস পূর্বে বিয়ে দেন। গৌরনদী গার্লস হাইস্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর ওই ছাত্রী বাল্যবিয়ের কুফল সম্পর্কে তার পরিবারকে অবহিত করেও কোন সুফল পায়নি। বিয়ের একমাস যেতে না যেতেই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরে নববধূ আর স্বামীর বাড়িতে যাবে না বলে তার পরিবারকে জানায়। এ নিয়ে শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে বাগ্বিত-া হয়। আরও জানা গেছে, মেয়ের বিভিন্ন প্রশ্নের কোন সদুত্তর দিতে না পেরে অবশেষে মেয়েকে বাল্যবিয়ে দেয়ার খেসারত হিসেবে পরিবারের সবার অজান্তে শনিবার ভোরে বিষপান করে জামাল। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে গৌরনদী হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়।
×